ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

অবিশ্বাস্য জয় টাইগারদের

ইশতিয়াক পারভেজ
৫ ডিসেম্বর ২০২২, সোমবার
mzamin

হাতে ১ উইকেট, ৬৩ বলে প্রয়োজন ৫১ রান! ভারতের বোলিংয়ের সামনে এমন সমীকরণে জয় কি সম্ভব? তাও ২৪ বল বাকি থাকতে। জরিপ করলে ৯৯ শতাংশের মতামত হবে- না,  জয় সম্ভব নয়। কিন্তু মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের জুটিতে ১ উইকেটে  ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ! ফুটবল বিশ্বকাপ চলছে তাই ভারতীয় সংবাদকর্মীরা খুব একটা আসেনি এই সিরিজ কাভার করার জন্য। তবে প্রেসবক্সে ছিলেন দিল্লির সংবাদমাধ্যম স্পোর্টস ইয়ারির সংবাদকর্মী মনোজ। এমন একটি জয় দেখে তিনিও বিস্মিত। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘হাতে একটি উইকেট। ৫০ এর বেশি রান প্রয়োজন। আমরা সবসময় দেখেছি বাংলাদেশ অল্প রান থাকলেও ভারতের বিপক্ষে অস্থির ক্রিকেট খেলে আউট হয়ে যায়। কিন্তু এবার তারা বদলে দিয়েছে তাদের ইতিহাস। আমি এ জয়কে বলবো অবিশ্বাস্য!’ ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা।

বিজ্ঞাপন
এরপর লিটন দাস ও সাকিব আল হাসান মিলে কিছুটা সময় দারুণ লড়াই চালিয়ে যান। কিন্তু তাদের বিদায়ের পর মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো সিনিয়র ক্রিকেটাররা দলকে জয়ের পথে নিয়ে যেতে ব্যর্থ। সেখান থেকে ৩৯ বলে ৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সেই অসাধ্য সাধন করেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচসেরার পুরস্কারটাও তার হাতে ওঠে। তাকে এই দারুণ জয়ে সঙ্গ দেন মোস্তাফিজুর রহমান। তার ব্যাট থেকে আসে ১১ বলে ১০ রান। এ জয়ে যেন গেল মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের প্রতিশোধটাই নিলো বাংলাদেশ!

ম্যাচ শেষে অলরাউন্ডার মিরাজ বলেন, ‘আমি দারুণ খুশি যে, দলকে এমন একটা জয় এনে দিতে পেরেছি।’ এর আগে ওয়ানডের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ভারতকে টসে জিতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সাকিব আল হাসান ও ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে রোহিত শর্মার দল অসহায় আত্মসমর্পণ করে। তারা অলআউট হয় মাত্র ১৮৬ রানে। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর ১৪ রান করে বিদায় নিলেন এনামুল হক বিজয়ও। ২৯ বল খেলেন তিনি। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে।

দলীয় ২৬ রানে ২ উইকেট পড়ার পর দলকে এগিয়ে নেয়ার লক্ষ্যে লড়াই করেন অধিনায়ক লিটন দাস এবং অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর লিটন দাস ৪১ রান করে আউট হলে সাকিবের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। কিন্তু সাকিব থেকে শুরু করে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে দল একধাপ হারের পথে এগিয়ে যায়। এরপর ৮ রানের মধ্যে মাহমুদুল্লাহ, মুশফিকুর রহীম, আফিফ হোসেন, ইবাদত হোসেন ও হাসান মাহমুদকে হারিয়ে হারের দুয়ারে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৫১ রানের জুটিতে দলকে অসাধারণ এক জয় এনে দিলেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে ব্যাট হাতে ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা ২৭ রান করেন। শিখর ধাওয়ান ও বিরাট কোহলি ১০ রানের কোটা পার হতে পারেননি। শ্রেয়াস আইয়ার করেন ২৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন কেএল রাহুল। ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে আসে ১৯ রান। বাংলাদেশের হয়ে সাকিব ৩৬ রানে নিয়েছেন পাঁচ উইকেট। ভারতের বিপক্ষে তৃতীয় স্পিনার হিসেবে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ইবাদত ৪৭ রানে চার উইকেট নিয়েছেন।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status