কলকাতা কথকতা
ব্রাজিল বিশ্বকাপে খেলা গোলকিপার অরিন্দম এখন অটোচালক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৮ নভেম্বর ২০২২, সোমবার, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১২ অপরাহ্ন
ব্রাজিলের বিশ্বকাপ, তাও আবার বাঙালি গোলকিপার- সোনার পাথরবাটি শব্দটির মতো শোনাচ্ছে না কি? বাস্তবে ঘটনাটি কিন্তু ঘটেছে। মধ্যমগ্রামের বছর বত্রিশের যুবক অরিন্দম ঘোষাল এখনও মাঝে মাঝে ব্রাজিলের কথা ভেবে আনমনা হন। ২০১০ সালে ব্রাজিলে গৃহহীনদের বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন অরিন্দম। তাও হয়ে গেল ১২ বছর। এখন দুবেলার ভাত-রুটির সংস্থানের জন্য অরিন্দম মধ্যমগ্রাম রুটে অটো চালান। অটো চালাতে চালাতে ভাবেন ১২ বছর আগে কম্বোডিয়াকে হারানোর স্মৃতি। সেবার ওই একটা ম্যাচেই জিতেছিল ভারতীয় দল। বিশ্বকাপ তারা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা ম্যাচে হার দিয়ে। খেলা হয়েছিল কপাকাবেনায়। ইস্টবেঙ্গল জুনিয়র আর রাজস্থান জুনিয়র এ খেলা অরিন্দম ফিরে এসে কোনও চাকরি পাননি।