কলকাতা কথকতা
ব্রাজিল বিশ্বকাপে খেলা গোলকিপার অরিন্দম এখন অটোচালক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৮ নভেম্বর ২০২২, সোমবার, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১২ অপরাহ্ন
ব্রাজিলের বিশ্বকাপ, তাও আবার বাঙালি গোলকিপার- সোনার পাথরবাটি শব্দটির মতো শোনাচ্ছে না কি? বাস্তবে ঘটনাটি কিন্তু ঘটেছে। মধ্যমগ্রামের বছর বত্রিশের যুবক অরিন্দম ঘোষাল এখনও মাঝে মাঝে ব্রাজিলের কথা ভেবে আনমনা হন। ২০১০ সালে ব্রাজিলে গৃহহীনদের বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন অরিন্দম। তাও হয়ে গেল ১২ বছর। এখন দুবেলার ভাত-রুটির সংস্থানের জন্য অরিন্দম মধ্যমগ্রাম রুটে অটো চালান। অটো চালাতে চালাতে ভাবেন ১২ বছর আগে কম্বোডিয়াকে হারানোর স্মৃতি। সেবার ওই একটা ম্যাচেই জিতেছিল ভারতীয় দল। বিশ্বকাপ তারা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা ম্যাচে হার দিয়ে। খেলা হয়েছিল কপাকাবেনায়। ইস্টবেঙ্গল জুনিয়র আর রাজস্থান জুনিয়র এ খেলা অরিন্দম ফিরে এসে কোনও চাকরি পাননি। সুনীল ছেত্রীর সঙ্গে এক মঞ্চে একটি সংবর্ধনা নেয়ার স্মৃতিই তার একমাত্র সম্বল। ব্রাজিল থেকে ফেরার পর একটি ম্যাচে পায়ে প্রচণ্ড আঘাত পান অরিন্দম। পায়ের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অপারেশনের পর আট মাস চুপ করে বসে থাকতে হয়েছিল। তারপর অনমনীয় মনের জোর সংগ্রহ করে মাঠে নামে। কিন্তু, খেলা আর ফিরে পায়নি। বর্তমানের খাদ্যমন্ত্রী, বিশিষ্ট তৃণমূল নেতা রথীন ঘোষ অটো চালানোর ব্যবস্থা করে দেন। একটি অটোও অরিন্দমের হাতে তুলে দেন। ব্যাস, সেই থেকে অটো চালানো চলছে। অভিমানে নিজের পাওয়া কাপ মেডেল বিক্রি করে দিয়েছেন তিনি। রেখে দিয়েছেস শুধু নিজের পুরোনো পাসপোর্ট আর ভিসা। এখন কাতার বিশ্বকাপের কথা উঠলেই আনমনা হন এই বিশ্বকাপার। বলেন, ওদের কি দুর্দান্ত স্কিল, ফিজিক্যাল ফিটনেস আর স্পিড, আমরা পারবো কেন? পারব না নিশ্চিত। নইলে বিশ্বকাপার অরিন্দমকে আজ অটো চালাতে হয়?