বাংলারজমিন
সিলেট ল’ কলেজ ছাত্রলীগের নবীন বরণ সম্পন্ন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৮ নভেম্বর ২০২২, সোমবারসিলেট ল’ কলেজের ২০২১-২২ ও ২০২২ -২৩ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন করলো সিলেট ল’ কলেজ ছাত্রলীগ। শনিবার সন্ধ্যায় ৭টায় সিলেট ল’ কলেজ ছাত্রলীগ সভাপতি আবু নাহিদ সোহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসীন আহমদ। বিশেষ অতিথি উপস্থিত মেট্রোপলিটন ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক অ্যাডভোকেট ড. শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ সাদিকুর রহমান। এছাড়া ও উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষেদের প্রতিষ্ঠাতা সভাপতি হিলাল উদ্দিন শিপু, সহসভাপতি রওশন আরা আক্তার সুমি, হাসিম রেজা হাসিম, সাধারণ সম্পাদক মুর্শেদ তালুকদার, সহসাধারন সম্পাদক শিমুল আহমদ। আরোও উপস্থিত ছিলেন ল’ কলেজ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদ উজ্জ্বল, সহসভাপতি পলাশ তালুকদার, ননি গোপাল বর্মণ, মাসুদুর রহমান সাগর, ফয়সল আহমদ, মামুনুর রশীদ, রায়হানুর রহমান, এনায়েত হোসেন ছাব্বির, বিলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ সূত্র ধর, শেখ হাবিবুর রহমান রাসেল, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহরান মাহবুব মিসাদ, হাসান আল মামুন, দপ্তর সম্পাদক মো. পারভেজ আহমদ, ছাত্রী বিষয়ক সম্পাদক দিলরুবা আক্তার রুবা, উপছাত্রী বিষয়ক সম্পাদক রেশমা খন্দকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসীন আহমদ বলেন, এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময় হোক। তিনি কলেজ থেকে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার আশা ব্যক্ত করেন।