বাংলারজমিন
মুক্তাগাছায় সরকারি নির্দেশ অমান্য করে দেয়াল নির্মাণের অভিযোগ
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, সোমবার
ময়মনসিংহের মুক্তাগাছা ফিলিং স্টেশন মালিকদের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য করে সরকারি জমির সীমানায় আরসিসি পিলার ও ইট-সিমেন্টের পাকা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। ময়মনসিংহ-মুক্তাগাছা মহাসড়কের পাশে ঢলুয়াবিল এলাকায় ফিলিং স্টেশনের পাশে সরকারি খাস-খতিয়ানভুক্ত রাস্তার জমিতে মুক্তাগাছা ফিলিং স্টেশনের মালিক অবৈধভাবে ও প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ করছে। গত বছরের ডিসেম্বরে সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে তাকে নোটিশ প্রদান করা হয়। নোটিশে তিন ফুট জমি ছেড়ে দিয়ে সীমানা ওয়াল নির্মাণের নির্দেশনা দেয়া হয়। সহকারী কমিশনারের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখলে এলাকাবাসী বিক্ষোভ করে। ঘটনাস্থলে পৌর ভূমি অফিসের নায়েব, সার্ভেয়ার ও এসিল্যান্ড অফিসের স্টাফরা গতকাল রোববার সকালে গিয়ে পুনরায় জায়গা মেপে সীমানা নির্ধারণ ও অবৈধ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একসময় তারা নির্মাণ অংশ ভেঙে ফেলতে বলেন। সেই নির্দেশ মতে, সেখানে তারা সাময়িকভাবে কাজ বন্ধ রাখে। ঘটনাস্থল থেকে লোকজন কমতে থাকলে আবারো নির্মাণ কাজ শুরু করে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। মালিকদের একজন উপস্থিত প্রদীপ সাহা বলেন, সীমানায় কোনো নির্ধারণী স্থান কিংবা লাল পতাকা ছিল কিনা জানি না।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]