ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সীতাকুণ্ডে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
mzamin

 সীতাকুণ্ডের ২নং বারৈয়াঢালার ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে সভাপতি পদপ্রার্থী নূর মোস্তাফা বজল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার গাজী সুজা উদ্দিনের কাছে গত মঙ্গলবার লিখিত অভিযোগ করেন। অভিযোগে দেখা যায়, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন কাউন্সিলের তালিকায় বেশকিছু বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ওয়ার্ড বিএনপি’র কমিটি করে তাদের কাউন্সিল করা হয়েছে। দলের ত্যাগী নেতা ও গুরুত্বপূর্ণ কর্মীদের বাদ দিয়ে মনগড়া কর্মী সমর্থক বিহীন ব্যক্তিদের দায়িত্বে¡ আনা হয়েছে। যা পরবর্তীতে দলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে সভাপতি ও সম্পাদক প্রার্থী মনে করেন। 
অভিযোগে আরও উল্লেখ করেন, কাউন্সিলের লিস্টের তালিকায় ১০নং কাউন্সিলর মোহাম্মদ লোকমান হোসেন ১৫ই আগস্ট শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি দিয়ে পোস্টার তৈরি করে যা তখন তৃণমূলে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল। পুনরায় তাকে সেই পদে বহাল ও কাউন্সিলর করায় তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার গাজী সুজা উদ্দিন বলেন, গত মঙ্গলবার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী দু’জনেই ভোটে হেরে যাওয়ার কিছুক্ষণ আগে আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছিল। মূলত তারা দু’জনে হেরে যাওয়ায় এগুলো বলছেন। চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অহিদুল ইসলাম চৌধুরী (শরীফ) ক্ষোভ প্রকাশ করে বলেন, দুঃখজনক বিষয় দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে রাখা হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status