শিক্ষাঙ্গন
‘গেস্টরুমে’ যেতে দেরি হওয়ায় ঢাবি ছাত্রকে নির্যাতনের অভিযোগ
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ১৫ মে ২০২২, রবিবার, ৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ওই হলের ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। রোববার রাতে বিজয় একাত্তর হলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম সালাহউদ্দিন তারেক। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী সিয়াম ফ্রেন্স ল্যাংগুয়েজ এন্ড কালচার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সিয়াম গণমাধ্যমকে বলেন, ১৩ই মে মধুর ক্যান্টিনে সাদ্দাম ভাইয়ের প্রোগ্রাম ছিল। আমি অসুস্থ থাকায় সে প্রোগ্রামে যেতে পারিনি। কিন্তু তারেক (অভিযুক্ত) ভাইয়ের থেকেই ছুটি নিয়েছিলাম। ভাইকে বলেছিলাম যে আমি অসুস্থ, প্রোগ্রামে যেতে পারব না। তখন তিনি আমাকে ছুটি দেন। পরে রাতে আমাকে গেস্টরুমে ডাকেন।
অভিযোগের বিষয়ে তারেক গণমাধ্যমকে বলেন, আমরা শাসন করি, আমরাই আদর করি। সে আমাদের দুরের কেউ না। আমি এসব ঝামেলায় নাই, রাজনীতি করার ইচ্ছে আছে দীর্ঘ মেয়াদী। সুতরাং অতিরিক্ত কিছু করা থেকে সবসময়ই বিরত থাকি।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণের কথা জানান।
পাঠকের মতামত
তারেক গণমাধ্যমকে বলেন, আমরা শাসন করি, আমরাই আদর করি।--তুই আদর করা আর শাসন করার কে? বাপ মা'য় তোকে তোর নিজের চরকায় তেল দিতেই পাঠিছে!
এসবের স্থায়ী সমাধান খুঁজতে হবে I আমাদের সন্তানদের নিয়ে আমরা খুবই টেনশনে থাকি।
সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে থাকবে কেন? দ্রুত গ্রেফতার করুন।
এই কুলাঙ্গারদের রুখতে দেশে কি কোন আইন নেই??
ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীদের ইউনিভার্সিটি থেকে বের করে দেয়া হোক।
ছাত্রলীগ নামধারী না ছাত্রলীগ মানেই সন্ত্রাসী।
কস্ট পেলাম।
ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীদের ইউনিভার্সিটি থেকে বের করে দেয়া হোক। তাদের অপকর্মের ঘটনায় অভিভাবকরা উৎকণ্ঠিত। প্রশাসন এসবের স্থায়ী সমাধান খুঁজতে হবে। দলীয় পরিচয়ে সন্ত্রাসীদের হলে থাকতে দেয়া যাবেনা।
এ সন্ত্রাসীদের থেকে বাংলাদেশ মুক্তি চায়। আমাদের সন্তানদের নিয়ে আমরা খুবই টেনশনে থাকি।