প্রথম পাতা
বত্রিশ বছর আগেও একই ঘটনা ঘটেছিল
২৩ নভেম্বর ২০২২, বুধবার

কে ভেবেছিল একই অঘটন ঘটবে? মানসিকভাবে কেউই প্রস্তুত ছিলেন না। ৩২ বছর আগে ইতালি বিশ্বকাপে এমনটাই দেখেছিলাম। সেবার ছিলেন ম্যারাডোনা। এবার মেসি। ওমাম বাইকের গোলে ’৮৬- বিশ্বকাপ জয়ী ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার আর্জেন্টিনা হেরে গিয়েছিল। গোলের পর ২৩ মিনিট মাঠ শাসন করেছিল আর্জেন্টিনা। কিন্তু গোলের দেখা পায়নি। মাথা নিচু করে মাঠ ছেড়েছিলেন ম্যারাডোনা। আফ্রিকার অখ্যাত এক ফুটবল শক্তির কাছে পরাজয় ছিল অবিশ্বাস্য। যদিও আর্জেন্টিনা সেবার পশ্চিম জার্মানির সঙ্গে ফাইনালে খেলেছিল।

১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। ওই ম্যাচে এভাবেই হতাশায় ভেঙ্গে পড়েন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা
’৯০ বিশ্বকাপের পর ম্যারাডোনাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন এমন হলো? তার চোখ দিয়ে তখন গড়গড় করে পানি পড়ছিল। কারণ তিনি ’৮৬-এর বিশ্বকাপের নায়ক। আবার কাপ নিতে এসেছেন ইতালিতে। তখন তিনি স্বীকার করলেন, ক্যামেরুনকে গণনার মধ্যেই রাখা হয়নি। মেসিও কি তাই? শুরুটা তো ছিল চমৎকার, আক্রমণও ছিল ক্ষুরধার। গোল বের করে না নেয়ার খেসারত দিতে হয়েছে তাদেরকে। মেসি এখনো কিছু বলেননি। তবে এটা মানতেই হবে সৌদির গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইজ অসাধারণ কয়েকটি আক্রমণ বানচাল করে দিয়েছেন। আর্লোর পাশে বসে খেলা দেখছিলাম। তিনি বলছিলেন হোয়াট এ গোল! আসলেই তাই। আর্জেন্টিনার দুজন ডিফেন্ডারের চোখ ফাঁকি দিয়ে নিমিষেই সালেম বল পাঠান জালে। কাতার বিশ্বকাপ জমে গেল। হট ফেভারিটের তালিকা বদল হলো। ম্যারাডোনা যা পেরেছিলেন তা কি মেসি পারবেন? ফুটবলে এমনটা অস্বাভাবিক নয়। ’৯০ বিশ্বকাপে আরও কিছু রেকর্ড হয়েছিল আর্জেন্টিনার খেলায়। দুটো লাল কার্ড দেখেছিল ক্যামেরুন। এখানেই শেষ নয়। খেলার ৬১তম মিনিটে গোলদাতা ওমাম বাইক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আর্জেন্টিনা টানা ৩৬টি ম্যাচ ছিল অপরাজিত। সর্বশেষ তিন বছর আগে তারা ব্রাজিলের কাছে হেরেছিল। এরপর হারের দেখা পায়নি। সৌদি গেজেট বলছে, সৌদি মেকস হিস্ট্রি।
আর্জেন্টাইন সংবাদপত্র LA NACION (The Nation) আর্জেন্টিনার পরাজয়কে দেখছে ভিন্নভাবে। বলছে, আর্জেন্টিনা দলটি কাতার ২০২২ বিশ্বকাপে বালুঝড় এবং দিগন্ত মেঘে জড়িয়েছিল। তবে আর্জেন্টিনা শেষ হয়ে যায়নি। পেছন থেকে সামনে যাওয়ার ইতিহাস রয়েছে তাদের।
মন্তব্য করুন
প্রথম পাতা থেকে আরও পড়ুন
প্রথম পাতা সর্বাধিক পঠিত
চোখ আওয়ামী লীগের প্রার্থী তালিকার দিকে/ কৌতূহল, নানা আলোচনা
টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয়/ শেখ হাসিনাকে দিল্লির বলা উচিত...

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]