কলকাতা কথকতা
ভারতীয় ফুটবলে ম্যাচ ফিক্সিংয়ের খবর ফাঁস
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২০ নভেম্বর ২০২২, রবিবার, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০১ অপরাহ্ন

কাতারে বিশ্বকাপ উদ্বোধনের দিনেই ফাঁস হলো ভারতীয় ফুটবলে ম্যাচ ফিক্সিংয়ের কাহিনী। সিবিআই আইএসএলে ম্যাচ ফিক্সিং নিয়ে পাঁচটি ক্লাবকে তাদের স্ক্যানারে এনে তদন্ত শুরু করেছে। সিঙ্গাপুরের কুখ্যাত ম্যাচ ফিক্সার উইলসন রাজা পেরুমল এই ম্যাচ ফিক্সিংয়ের ঘটনার সঙ্গে যুক্ত। থ্রি ডি হোল্ডিংস নামে একটি কোম্পানির মাধ্যমে এই গড়াপেটা হয় এবং কয়েকশো কোটি টাকা হাতবদল হয় বলে অভিযোগ। আইএসএলের পাঁচটি ক্লাব এই ম্যাচ ফিক্সিং কাণ্ডের সঙ্গে যুক্ত। এই ক্লাবগুলির সঙ্গে খেলোয়াড়দের চুক্তিপত্র ও অন্য কাগজপত্র চেয়ে পাঠিয়েছে সিবিআই। এই পাঁচটি ক্লাব এর অন্যতম হলো অধুনা বিলুপ্ত ইন্ডিয়ান অ্যারোস। ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি এবার আই লিগ থেকে বাতিল করেছে ইন্ডিয়ান অ্যারোস কে। উইলসন রাজা পেরুমল আন্তর্জাতিক ম্যাচ ফিক্সার। ১৯৯৫ তে সিঙ্গাপুর লিগে ম্যাচ ফিক্সিং এর জন্য তিনি জেলে যান।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]