বাংলারজমিন
বজ্রপাতে ধানক্ষেতেই শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১৫ মে ২০২২, রবিবারকুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে ধানক্ষেতেই মৃত্যু হয়েছে রহিম বাদশা (৪৮) নামে এক শ্রমিকের। এ সময় মতিয়ার রহমান নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। নিহত রহিম বাদশা উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর বটতলা গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত মতিয়ার রহমান একই এলাকার কামাল উদ্দিনের ছেলে। ওই এলাকার বাসিন্দা মতি মিয়া ও ছামাদ জানান, এলাকার কৃষক আবু বক্কর সিদ্দিকের জমিতে চুক্তিতে ধান কাটতে যান নিহত রহিম বাদশাসহ ১২ জন শ্রমিক। ধান কাটা শেষে শ্রমিকরা আটিগুলো তোলার প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিতে জমিতে লুটিয়ে পড়েন রহিম বাদশা। পরে অন্য শ্রমিকরা তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রহমান।