বাংলারজমিন
সোনারগাঁ সংঘের নতুন কমিটি গঠন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবারনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত ১৩ই মে শুক্রবার সোনারগাঁ সংঘের বার্ষিক সাধারণ সভা ও পূনর্মিলনী অনুষ্ঠান হামদর্দ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য প্রাক্তন অতিরিক্ত সচিব সিদ্দিক যোবায়েরকে সভাপতি, প্রফেসর মো. গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক, মো. গোলাম মোর্তুজা (কাজল)কে সাংগঠনিক সম্পাদক এবং মো. আনোয়ার হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন, যুগ্ন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মো. রুহুল আমীন, পরিচালক, ঔষধ প্রশাসন, তানজীনা ইসলাম, প্রাক্তন সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.), অধ্যাপক ড. শায়লা নাসরিন, উপাধ্যক্ষ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মো. জয়নাল আবেদীন, যুগ্ম পরিচালক, বিআইডব্লিউটিএ, মেজর (অব.), নজরুল ইসলাম, ড. একে লূৎফূল কবির, শিক্ষক প্রমুখ।