বাংলারজমিন
মৌলভীবাজারে ৯১৬৮ লিটার তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, মৌলভীজার থেকে
১৫ মে ২০২২, রবিবারমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব বিশেষ অভিযান পরিচালনা করেছে। গতকাল ওই অভিযানে মেসার্স সালাউদ্দিন স্টোরের ৩টি গুদামে আগের দামে কেনা অবৈধভাবে মজুত করা ৯১৬৮ লিটার সয়াবিন তেলের সন্ধান মেলে। তাৎক্ষণিকভাবে তা জব্দ করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অবৈধভাবে ভোজ্য তেল মজুত করার অপরাধে মেসার্স সালাউদ্দিন স্টোরকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন। সহায়তা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন মানবজমিনকে জানান, কয়েকদিন পূর্বে মেসার্স সালাউদ্দিন স্টোরের মালিক সালাউদ্দিন জানিয়েছিলেন তার দোকানে আগের কেনা ২৫০০ লিটার তেল রয়েছে। অভিযানে গিয়ে কত লিটার তেল আছে জানতে চাইলে এক কর্মচারী জানালেন ১০০ লিটার তেল আছে। কিন্তু গোডাউনে গিয়ে আমরা দেখতে পাই ৯১৬৮ লিটার সোয়াবিন তেল মজুত রয়েছে। আল আমিন জানান, তাৎক্ষণিকভাবে জব্দ করা ৯১৬৮ লিটার সয়াবিন তেল খুচরা ব্যবসায়ীদের মধ্যে আগের দামে বিক্রি করা হয়েছে। খুচরা ব্যবসায়ীরা আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করবেন। তবে একজন ক্রেতার কাছে এক বোতলের বেশি তেল বিক্রি করা যাবে না। খুচরা বিক্রেতারা সকল ক্রেতাদের তালিকা মুঠোফোনসহ অবশ্যই ভোক্তা অধিকারে জমা দেবেন। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে। এই নিয়মের ব্যত্যয় ঘটায় হোসাইন আহমদ নামের একজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল রোডের উত্তম ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিরামানা করা হয়।