বিশ্বজমিন
করোনা পজেটিভ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ১৪ মে ২০২২, শনিবার, ৬:০৯ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন। ফলে তিনি এক সপ্তাহ আইসোলেশনে থাকবেন। দেশের সীমান্ত কড়াকড়ি শিথিল ঘোষণার কয়েকদিন পরেই শুক্রবার সন্ধ্যায় তার মধ্যে করোনার লক্ষণ দেখা দিতে থাকে। পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর শনিবার সকালে আবার র্যাপিড এন্টিজেন পরীক্ষা করান। তাতেও একই ফল। তবে তার লক্ষণ হালকা। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
প্রধানমন্ত্রী জাসিন্দার পার্টনার ক্লার্ক গেফোর্ডেরও করোনা পজেটিভ ধরা পড়ে গত সপ্তাহের রোববার। তারপর থেকেই কোয়ারেন্টিনে আছেন জাসিন্দা আরডেন। এখন নতুন করে তিনি আক্রান্ত হওয়ার ফলে কমপক্ষে ২১শে মে শনিবার সকাল পর্যন্ত তাকে আইসোলেশনে থাকতে হবে। আগামী সপ্তাহে বসছে পার্লামেন্ট। তাতে উপস্থিত হতে পারবেন না তিনি। কিন্তু এতে গুরুত্বপূর্ণ দুটি ইভেন্ট উত্থাপিত হবে। একটি হলো সোমবার কার্বন নির্গমণ কমিয়ে আনার পরিকল্পনা এবং বৃহস্পতিবার বাজেট ঘোষণার কথা রয়েছে। তবে এসব কাজে দূরে থেকে সহযোগিতা করে যাবেন প্রধানমন্ত্রী। তার ডেপুটি গ্রান্ট রবার্টসন সোমবার প্রেস কনফারেন্সে নিয়মিত ব্রিফিং করবেন।