বিনোদন
অহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ মুক্তি আজ
স্টাফ রিপোর্টার
২১ অক্টোবর ২০২২, শুক্রবার
দেশে রোহিঙ্গা সংকটের মৌলিক দিক নিয়ে সিনেমা নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। সিনেমাটির পুরো শুটিং হয় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায়। ‘রোহিঙ্গা’ নামের এ সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক’র ব্লকবাস্টারসহ দেশের ভালো হলগুলোতে মুক্তি পাচ্ছে আজ। বাংলাদেশে আগত রোহিঙ্গাদের নিয়ে অনেক আগেই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন অহিদুজ্জামান ডায়মন্ড। তার এই পরিকল্পনা ছিল ২০১২ সালে। দীর্ঘ সময় ধরে নানা গবেষণা করে তিনি ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেন। এরপর শুটিংয়ে নেমে পড়েন। শুটিং করছেন নাফ নদী, শাহপরীর দ্বীপ, উখিয়া ও টেকনাফে। রোহিঙ্গাদের আগমনের ঢলের মধ্যেই পরিচালককে বেশ কষ্ট করে শুটিং করতে হয়েছে। মূলত ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে রোহিঙ্গাদের সঙ্গে কী ঘটেছে, সেটি চলচ্চিত্র আকারে সংরক্ষণ করে ভবিষ্যতের ইতিহাস নির্মাণ করতে চেয়েছেন পরিচালক ডায়মন্ড। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরশি। সিনেমাটি নিয়ে অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, একজন চলচ্চিত্রকার হিসেবে আমি কেবল রোহিঙ্গাদের নিয়ে দেশের সমস্যাগুলো তুলে ধরতে পারি, সমাধান দিতে পারি না। এই দায়িত্ব সরকারের। আমি আমার গল্পে সিনেমার মতো করে সমস্যাগুলো উপস্থাপন করেছি। সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন জানতে চাইলে এ পরিচালক মানবজমিনকে বলেন, ‘রোহিঙ্গা’ সিনেমাটির বিষয়বস্তু ও গল্পই এর মূল শক্তি। আমি মনে করি প্রতিটি দর্শকেরই এ সিনেমাটি দেখা উচিত। তাই প্রত্যাশাটাও কম নয়। চিত্রনায়িকা আরশি বলেন, কিছু কাজ থাকে যেটা সম্পর্কে অনেক কিছু বলতে চাই, কিন্তু বলা যায় না। অনুভূতি প্রকাশ করতে পারি না। এই সিনেমায় সবাই দারুণ অভিনয় করেছেন। এখানে অভিনয় করিনি, চরিত্রের ভেতর ঢুকে গিয়েছিলাম। কতোটুকু পেরেছি তা দর্শক বলতে পারবে। আরশি ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, এনামুল হক, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।