ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ মার্কিনি

মানবজমিন ডেস্ক

(২ বছর আগে) ১০ অক্টোবর ২০২২, সোমবার, ৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন

mzamin

এ বছর যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন মার্কিন বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন বেন এস. বারনাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডাইবভিগ। ব্যাংক ও আর্থিক সংকট নিয়ে গবেষণার জন্য তাদেরকে এ পুরস্কারে ভূষিত করেছে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। এতে বলা হয়েছে, নোবেলজয়ী এই তিন ব্যক্তিই যুক্তরাষ্ট্রের। পুরস্কারের মোট অর্থমূল্য এক কোটি সুইডিশ ক্রোনা। তা এই তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া হবে। এরমধ্যে বেন এস. বারনাঙ্কের জন্ম যুক্তরাষ্ট্রের অগাস্টায় ১৯৫৩ সালে। তিনি ১৯৭৯ সালে ম্যাচাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, কেমব্রিজ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্য ব্রুকিংস ইনস্টিটিউটের ইকোনমিক স্টাডিজের ডিস্টিঙ্গুইজড সিনিয়র ফেলো তিনি। অন্যদিকে ডগলাস ডব্লিউ ডায়মন্ডের জন্ম ১৯৫৩ সালে। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন ১৯৮০ সালে। 

বর্তমানে ইউনিভার্সিটি অব শিকাগো, বুথ স্কুল অব বিজনেসের মের্টন এইচ মিলার ডিস্টিঙ্গুইশড সার্ভিস প্রফেসর অব ফাইন্যান্স। ফিলিপ এইচ ডাইবভিগের জন্ম ১৯৫৫ সালে। তিনিও ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন ১৯৭৯ সালে। ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইসের বোটমেন ব্যাঙ্কশেয়ারের ব্যাংকিং ও ফিনান্সের প্রফেসর তিনি। নোবেল কমিটি বিবৃতিতে বলেছে, অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা, বিশেষ করে আর্থিক সঙ্কটের সময়ে কি ভূমিকা সে বিষয়টি আমাদের বোধগম্যতায় বিস্তর উন্নতি ঘটিয়েছেন তারা। তাদের গবেষণার একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান হলো, কেন ব্যাংকের পতন এড়ানো অতি গুরুত্বপূর্ণ। ব্যাংক নিয়ে আধুনিক গবেষণা আমাদেরকে পরিষ্কার করে জানায় যে, কেন আমাদের ব্যাংক আছে, সংকটের সময় কিভাবে ব্যাংককে কম ঝুঁকিপূর্ণ করা যায়, কিভাবে ব্যাংকের পতন আর্থিক সংকটকে ত্বরান্বিত করে। এই গবেষণার মূল ভিত্তি ১৯৮০র দশকে প্রতিষ্ঠা করেন বেন বারনাঙ্কে, ডগলাস ডায়মন্ড ও ফিলিপ ডাইবভিগ।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status