বিনোদন
তারুণ্যের গতিতে শম্পা রেজা
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার
শম্পা রেজা। তিনি একাধারে কণ্ঠশিল্পী-অভিনেত্রী, উপস্থাপক এবং আবৃত্তিশিল্পী। ছয় দশকের বর্ণিল জীবন পেরিয়ে এখনো তার কণ্ঠ, ব্যক্তিত্ব আর অভিনয়শৈলী দাগ কাটে মানুষের হৃদয়ে। ক্যারিয়ারের এই সময়ে এসেও নিজের তারুণ্যটা ধরে রেখেছেন। নতুন প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় তিনি। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে চোখ-ধাঁধানো গেটআপে হাজির হলেন এ তারকা। যেখানে তিনি সাদা খোলা চুলে হাজির হয়েছেন ওয়েস্টার্ন লুকে। গায়ে জড়িয়েছেন জিন্সের ডাঙ্গেরি আর জামদানি কাপড়ে তৈরি জ্যাকেট। সিক্স ইয়ার্ডস স্টোরির আয়োজনে বিশেষ এই ফটোশুট। শম্পা রেজা মূলত শাড়ির
পাশাপাশি সব রকমের পোশাক পরতে অভ্যস্ত। যদিও তাকে এমন লুকে এর আগে কখনো পাওয়া যায়নি। ফলে তার এই ভিন্ন লুকে নতুনত্ব খুঁজে পেয়েছেন অনেকে। শম্পা রেজা বলেন, সবাই অনেক প্রশংসা করছে ছবিগুলো দেখে। যদিও আমি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। কিন্তু মুঠোফোনে-হোয়াটসঅ্যাপে প্রচুর পজেটিভ কমেন্ট পাচ্ছি। এটাই আমার আনন্দ। এদিকে শম্পার অভিনয় জীবন শুরু হয়েছিল দশম শ্রেণিতে পড়াকালীন। সেলিম আল দীন পরিচালিত ‘অস্ত্রোতগন্ধ’ নামে নাটকটিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। পাশাপাশি গান, মডেলিং, সঞ্চালনা, আবৃত্তি, অভিনয় চালিয়েছেন তিনি। যদিও তিনি খুব বেছে বেছে কাজ করেছেন।