খেলা
নারী এশিয়া কাপ
বড় ব্যবধানে হারলো টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৩ অক্টোবর ২০২২, সোমবার, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৬ অপরাহ্ন

উইমেনস এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি আসরে চ্যাম্পিয়নদের মতোই শুরু করে টাইগ্রেসরা। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে থাই কন্যাদের ভাগ্য বরণ করতে হলো বাংলাদেশকে। ব্যাটিং ব্যর্থতার ম্যাচে বিসমাহ মারুফদের কাছে ৯ উইকেটে হেরে গেছে বাঘিনীরা।
আজ (সোমবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২০ ওভারে ৮ উইকেটে ৭০ রান তুলতে সমর্থ্য হয় বাংলাদেশ। জবাবে ৪৬ বল হাতে রেখেই জয় পায় পাকিস্তান।
সহজ লক্ষ্যে নেমে টাইগ্রেস বোলারদের শাসন করে পাকিস্তানি ব্যাটাররা। ওপেনিং জুটিতে ৪৯ রান তোলেন মুনিবা আলী ও সিদ্রা আমিন। সালমা খাতুনের করা ৭.৩ ওভারে মুনিবা ১৯ বলে ১ বাউন্ডারিতে ১৪ রান করে ফিরলে ভাঙে এই জুটি। সেই ওভার শেষে ৭২ বলে মাত্র ২০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। বিনা উইকেটেই সেই লক্ষ্যপূরণ করেন সিদ্রা ও বিসমাহ মারুফ। ৩৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সিদ্রা আমিন। ২০ বলে ১২ রান নিয়ে অপরাজিত ছিলেন অধিনায়ক বিসমাহ। বাংলাদেশের সালমা খাতুন ৪ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন।
এর আগে টসে হেরে ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ৩ রানেই তিন উইকেট হারায় টাইগ্রেসরা। শারমিন সুলতানা, ফারজানা হক ও রুমানা আহমেদ- প্রত্যেকেই ১ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ২৭ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ১৯ বলে ১ বাউন্ডারিতে ১২ রান করে আউট হন লতা মণ্ডল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সংগ্রহ ৩০ বলে ১৭ রান। সোবহানা মোস্তারি ২ রান এবং ঋতু মণি ৪ রান করেন।
১৭.৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৫৮ রান।এরপরই শুরু হয় বৃষ্টি। দীর্ঘক্ষণ পর খেলা শুরু হলে দলীয় সংগ্রহে মাত্র ১২ রান যোগ করতে পারে বাংলাদেশ। ২৯ বলে ২ বাউন্ডারিতে ২৪ রান নিয়ে অপরাজিত ছিলেন সালমা খাতুন। নাহিদা আক্তার ৪ ও সোহেলি আক্তার ৩ রান করেন।
পাকিস্তানের দিয়ানা বেগ ও নিদা দার ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহাইল।