কলকাতা কথকতা
ঢাক বাজালেন পার্থ, অর্পিতা কব্জি ডুবিয়ে খেলেন, কিন্তু কোথায়?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২ অক্টোবর ২০২২, রবিবার, ৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৬ অপরাহ্ন

একজন ছিলেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, অন্যজন তার ছায়াসঙ্গী। একজন কলকাতার ব্র্যান্ডেড পুজো নাকতলা উদয়ন সংঘের প্রধান পৃষ্ঠপোষক। পুজোর প্রাণপুরুষ। অন্যজন এই পুজোর ব্র্যান্ড এম্বাসেডর। একজন পার্থ চট্টোপাধ্যায়, অন্যজন অর্পিতা মুখোপাধ্যায়। দুজনের ঠিকানাই আপাতত জেল। পার্থ আলিপুর জেলে ও অর্পিতা প্রেসিডেন্সি জেলে। দুই জেলেই দুর্গাপুজো হচ্ছে। নাকতলায় থাকলে তিনি এই সময় মণ্ডপ আলো করে বসে থাকতেন। সেই কথা ভেবে মন খারাপ করছিলেন পার্থ। অন্য ইনমেটরা পার্থর মনের অবস্থা বুঝতে পেরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে এলেন মণ্ডপে। সপ্তমীর সন্ধ্যায়। শেষ পর্যন্ত জেলের পুজো দেখে পার্থর মুখে হাসি ফুটে উঠলো। হঠাৎই টানা দশ মিনিট ঢাক বাজালেন তিনি। নাকতলা উদয়ন সংঘের পুজো এবার একটাও পুরস্কার পায়নি। তাও এই পুজোর রৌনকের ধারে কাছে আসে না জেল-এর পুজো। কিন্তু, দুধের স্বাদ ঘোলে মেটালেন পার্থ। প্রেসিডেন্সি জেলে পুজোর থিম আস্ত একটি গ্রাম। সেখানে মনমরা হয়েছিলেন অর্পিতা। অন্য মহিলা কয়েদিরা তাকে ডেকে নিয়ে দুপুরের ভোজসভায় বসিয়ে দেন। ঘি-ভাত, সোনামুগের ডাল, বেগুন ভাজা, কাতলার ঝোল আর মিষ্টি দেখে অর্পিতার মন কিছুটা ভালো হয়। কব্জি ডুবিয়ে সপ্তমীর মহাভোজে তিনি অংশ নেন।