বিশ্বজমিন
নির্বাচনে ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসনারোকে ট্রাম্পের অকুণ্ঠ সমর্থন
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ২ অক্টোবর ২০২২, রবিবার, ৫:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১০ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট নির্বাচনে জায়ের বোলসনারোকে ভোট দিতে ব্রাজিলের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। তাতে তিনি বলেছেন, ব্রাজিলের জনগণকে বলছি, একজন ফ্যান্টাস্টিক নেতা, একজন ফ্যান্টাস্টিক ব্যক্তিকে আবার নির্বাচিত করার এক মহান সুযোগ আপনাদের সামনে। তিনি বিশ্বের মহৎ প্রেসিডেন্টদের অন্যতম। তিনি প্রেসিডেন্ট বোলসনারো।
এ খবর দিয়েছে অনলাইন আনাদোলু। রোববার অনুষ্ঠিত ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট জায়ের বোলসনারো। তার সঙ্গে টেক্কা দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলু দা সিলভা। নির্বাচন শুরুর আগে বহুল আলোচিত, বহু বিতর্কের জন্ম দেয়া বোলসনারোর পক্ষ নিয়েছেন ট্রাম্প। ব্রাজিলের এই প্রেসিডেন্ট সম্পর্কে ট্রাম্প বলেছেন, তিনি আপনাদের (ব্রাজিলিয়ান) অর্থনীতি, আপনাদের দেশ নিয়ে চরম অবিশ্বাস্য সব কাজ করেছেন। সারা বিশ্বের সবাই তাকে শ্রদ্ধা করে। তাই দৃঢ়তার সঙ্গে আমি অনুমোদন (এনডোর্সড) দিচ্ছি প্রেসিডেন্ট বোলসনারোকে। আশা করি দীর্ঘদিনের জন্য তিনি হবেন আপনাদের নেতা। তিনি আপনাদের দেশকে বিরাট এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তার কারণে সারা বিশ্ব এখন আপনাদের দেশকে শ্রদ্ধা করে। সুতরাং ঘর থেকে বেরিয়ে পড়ুন এবং বোলসনারোকে ভোট দিন।
জবাবে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বোলসনারো। বলেছেন, এখন সারা বিশ্বে আমরা সম্মানিত। ব্রাজিলের জনসাধারণ আমাদেরকে সমর্থন করে। এ জন্য তাদেরকে ধন্যবাদ। আমাদের লক্ষ্য ব্রাজিলের স্বার্থের জন্য লড়াই করা। তিনি আরও লিখেছেন, আমরা মুক্ত ও সমৃদ্ধ জাতিগুলোর সমর্থনের ওপর নির্ভর করি। আমরা অতীতের মতো কোনো সমাজতান্ত্রিক একনায়কের ওপর নির্ভর করি না।