বিশ্বজমিন
মাতৃভূমির নিন্দা জানাতে অস্বীকৃতি, ডাকার র্যালিতে যাচ্ছে না রুশ দল
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৬ অপরাহ্ন

এবারের ডাকার র্যালিতে যোগ দিচ্ছে না রুশ দল। তাদেরকে এমন একটি ডকুমেন্টে স্বাক্ষর করতে বলা হয়েছে, যাতে রাশিয়ার ইউক্রেন অভিযানের নিন্দা জানানো হয়েছে। কিন্তু মাতৃভূমির ‘অবমাননা’ করে ডাকার র্যালিতে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরফলে গত ২৪ বছরের মধ্যে এই প্রথমবার বিশ্ববিখ্যাত ডাকার র্যালিতে কোনো রুশ প্রতিনিধি থাকছে না। এ খবর দিয়েছে আরটি।
খবরে জানানো হয়েছে, রাশিয়ার দল কামাজ-মাস্টার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এরইমধ্যে বিষয়টি ঘোষণা করেছে। ডাকার র্যালির নিয়ন্ত্রক সংস্থা এফআইএ’র সমালোচনা করে তারা জানায়, রুশ দলকে তারা পরিচয়হীনভাবে প্রতিযোগিতায় অংশ নেয়ার শর্ত দেয়। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়। এতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের নিন্দা জানানোর কথা লেখা আছে। কামাজ-মাস্টার জানিয়েছে, ওই বিবৃতিতে যা লেখা ছিল তা পুরোপুরি রাজনৈতিক। এটি এথলেটদের মূল নীতিকে লঙ্ঘন করে। আমরা এই ধরণের বিবৃতিতে স্বাক্ষর করতে পারি না এবং এমন শর্ত মেনে প্রতিযোগিতায় অংশ নিতেও চাই না। আমরা এই কঠিন সময়ে মাতৃভূমির পাশে রয়েছি।
গত মার্চ মাসেই ইউক্রেনের প্রতি শক্ত সমর্থন জানিয়েছিল এফআইএ। সেসময়ই সংস্থাটি জানায়, রাশিয়া কিংবা বেলারুশ থেকে অংশ নেয়া প্রতিযোগীদের একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হবে যাতে ইউক্রেন অভিযানের নিন্দা জানানো হয়। রুশ ক্রীড়ার বিরুদ্ধে এরইমধ্যে বিভিন্ন ফেডারেশন থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।