ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিনোদন

স্ত্রী ও বান্ধবীতে হিমশিম

স্টাফ রিপোর্টার
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
mzamin

একজন দুর্নীতিগ্রস্ত প্রকৌশলী তার স্ত্রী ও বান্ধবীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হিমশিম খাচ্ছেন। তাই তিনি বান্ধবীকে উপহার দেন একটি ফ্ল্যাট। একদিন হঠাৎ বান্ধবীর জন্য কেনা অ্যাপার্টমেন্টের লিফটে আটকা পড়েন সেই প্রকৌশলী। তানিম পারভেজ পরিচালিত চরকি লিমিটেড সিরিজ ‘যদি আমি বেঁচে ফিরি’-এর গল্পটা ঠিক এরকমই। আজ মুক্তি পাবে কনটেন্টটি। যেখানে দুর্নীতিগ্রস্ত প্রকৌশলীর চরিত্রের মধ্যে দিয়ে ওটিটি প্ল্যাটফরমে অভিষেক হবে অভিনেতা মিশা সওদাগরের। প্রথমবার ওটিটির জন্য কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে এ অভিনেতা বলেন, নতুন জায়গায় গেলে বা নতুন কারও সঙ্গে পরিচয় হলে সেটার অভিজ্ঞতা ভিন্ন থাকে। চরকির ক্ষেত্রেও আমার তেমনটা মনে হয়েছে। কাজটা করার আগে থেকেই ফোকাস ছিলাম যে ভালো একটা প্ল্যাটফরমের জন্য কাজ করতে যাচ্ছি। নিজের চরিত্র ও গল্প নিয়ে তিনি বলেন, গল্পটা দারুণ একটা হিউম্যান সাইকোলজির ওপর।

বিজ্ঞাপন
আর চরিত্রটা ছিল খুব বাস্তবসম্মত; দেখে মনে হবে খুব কাছের বা আপনার আশেপাশের একটা চরিত্র। আরোপিত কোনো চরিত্র না। আর এই গল্পটার মধ্যে অনেক বার্তা আছে যেটা দর্শকরা দেখলে বুঝতে পারবে। ‘যদি আমি বেঁচে ফিরি’-তে আরও অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, দিলরুবা হোসেন দোয়েল ও পরিচালক তানিম পারভেজসহ অনেকে। অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল বলেন, গল্পের প্লটটা খুব সমসাময়িক। আর এরকম বাস্তব গল্প দর্শকরা দেখতেও পছন্দ করে। আর দর্শকরা এখন পর্যন্ত আমাকে যেসব চরিত্রগুলোতে দেখেছে সেগুলো থেকে এই চরিত্রটা একদম আলাদা। এই প্রথম দর্শকরা আমাকে এ রকম চরিত্রে দেখবে।  

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status