বিনোদন
স্ত্রী ও বান্ধবীতে হিমশিম
স্টাফ রিপোর্টার
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
একজন দুর্নীতিগ্রস্ত প্রকৌশলী তার স্ত্রী ও বান্ধবীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হিমশিম খাচ্ছেন। তাই তিনি বান্ধবীকে উপহার দেন একটি ফ্ল্যাট। একদিন হঠাৎ বান্ধবীর জন্য কেনা অ্যাপার্টমেন্টের লিফটে আটকা পড়েন সেই প্রকৌশলী। তানিম পারভেজ পরিচালিত চরকি লিমিটেড সিরিজ ‘যদি আমি বেঁচে ফিরি’-এর গল্পটা ঠিক এরকমই। আজ মুক্তি পাবে কনটেন্টটি। যেখানে দুর্নীতিগ্রস্ত প্রকৌশলীর চরিত্রের মধ্যে দিয়ে ওটিটি প্ল্যাটফরমে অভিষেক হবে অভিনেতা মিশা সওদাগরের। প্রথমবার ওটিটির জন্য কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে এ অভিনেতা বলেন, নতুন জায়গায় গেলে বা নতুন কারও সঙ্গে পরিচয় হলে সেটার অভিজ্ঞতা ভিন্ন থাকে। চরকির ক্ষেত্রেও আমার তেমনটা মনে হয়েছে। কাজটা করার আগে থেকেই ফোকাস ছিলাম যে ভালো একটা প্ল্যাটফরমের জন্য কাজ করতে যাচ্ছি। নিজের চরিত্র ও গল্প নিয়ে তিনি বলেন, গল্পটা দারুণ একটা হিউম্যান সাইকোলজির ওপর।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]