বাংলারজমিন
মেহেরপুরে স্বর্ণের বারসহ আটক ২
মেহেরপুর প্রতিনিধি
(১১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ১২:৩৪ অপরাহ্ন

মেহেরপুরে ১০ তোলা ওজনের ৬টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে পুুলিশ। আটককৃতরা হলেন-নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ হোসেন (৪৬) ও মানিকগঞ্জ সদর উপজেলা এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী কানিজ ফাতেমা লিপি (৪৪)।
আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে মেহেরপুর জেলা শহরের বড় বাজার এলাকার শিব মন্দিরের নিকট থেকে তাদের আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল।
মেহেরপুর সদর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ইন্সপেক্টর মেজবাহ উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর জেলা শহরের শিব মন্দির এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১০ তোলা ওজনের ৬টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]