কলকাতা কথকতা
জেলে পুজোর কদিন পার্থ-অনুব্রতরা কি খাবেন?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ১১:১৭ পূর্বাহ্ন

শুধু পার্থ চট্টোপাধ্যায় কিংবা অনুব্রত মন্ডলের মতো ভিভিআইপি বন্দিদের জন্যে নয়, পশ্চিমবঙ্গের কারা দপ্তর সব বন্দিদের জন্যেই পুজোর কদিন ভালোমন্দ খাওয়ানোর ব্যবস্থা করেছে। জেলের বাইরে থাকলে এঁরা পরিবার-পরিজন নিয়ে ইটিং আউট করতেন কিংবা পুজোর কদিন বাড়িতেই হত এলাহী আয়োজন। সেই কথা মাথায় রেখেই কারা দপ্তর পুজোর চারদিনের মেনু সাজিয়েছে। বন্দিরাও এর দ্বারা বাড়ির কিছুটা স্বাদ পাবেন। আয়োজন কিন্তু নেহাত কম নয়। সপ্তমীর দিন সকালের ব্রেকফাস্ট থেকেই বদল। সপ্তমীর দিন ইনমেট দের চিরাচরিত লোপসির বদলে দেওয়া হবে ঘুগনি পাউরুটি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘুগনি বিক্রি করে আয়ের কথা বলেছেন বলে নয়, এমনিতেই বদল হচ্ছে ব্রেকফাস্ট মেনু। দুপুরের লাঞ্চে থাকছে ভাত, ডাল, ফুল অথবা বাঁধাকপির ডালনা, দই কাতলা আর মিষ্টি। রাতে খাওয়া অবশ্য সাদা মাটা, অন্যদিনের থেকে ভালো- ভাত ডাল আলু পটল আর আলু চিপস।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]