বাংলারজমিন
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় আবু হানিফ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবারবাবার লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসেছে আবু হানিফ নামে এক শিক্ষার্থী। গতকাল ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবু হানিফের বাবা মৃত্যুবরণ করেন। একইদিনে সকাল ১১টায় তার দাখিল পরীক্ষা। বাড়িতে বাবার লাশ রেখে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে সে। এদিন বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল তার। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকায়। আবু হানিফ বিরুনিয়া বাজার দারুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্র। তার বাবা মো. হজরত আলী উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের বাসিন্দা ছিলেন। স্বজনরা জানান, গতকাল আবু হানিফের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। কয়েক দিন ধরে তার বাবা জ্বরে ভুগছিলেন। গতকাল সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর বাবা হারা আবু হানিফা ভেঙে পড়লেও মা ও বোনদের উৎসাহে ভালুকা ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসে। ভালুকা ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রের হল সুপার মোবাশসেরুল ইসলাম সবুজ বলেন, পরীক্ষার্থী আবু হানিফের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। একহাতে চোখ-মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে তাকে। আমরা তাকে পরীক্ষা দিতে সান্ত্বনার পাশাপাশি উৎসাহ দিয়েছি।