বিনোদন
পরীকে রাজের বার্তা
স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
গত রোববার বিশ্বজুড়ে পালিত হয়েছে ‘স্ত্রী প্রশংসা দিবস’। দিবসটি অনেকের কাছেই পরিচিত নয়। তাই সোশ্যাল হ্যান্ডেলে স্বামী নায়ক রাজকে স্মরণ করিয়ে দিলেন পরীমনি। এরপরই রাজ পরীকে নিয়ে দিলেন ভালোবাসার বার্তা। রাজ পরীর একটি ভিডিও প্রকাশ করে লেখেন, তোমাকে কীভাবে অনুভব করি এবং তুমি আমার জীবনে আসায় আমি কতোটা ধন্য, তা প্রকাশের ভাষা নেই আমার কাছে। এটুকু বলতে চাই, আমার সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসি।