অর্থ-বাণিজ্য
ব্যবসায়ীরা কথা রাখেনি, তাদের বিশ্বাস করা ছিল ভুল: বাণিজ্যমন্ত্রী
অর্থনৈতিক রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৯ মে ২০২২, সোমবার, ২:০৩ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সয়াবিন ও পাম তেলের বাজারে অস্থিরতা প্রসঙ্গে বলেছেন, ব্যবসায়ীদের বিশ্বাস করা তার ভুল হয়েছে। ব্যবসায়ীরা কথা রাখেননি। যে কারণে বাজার ব্যবস্থাপনায় আমি ব্যর্থ হয়েছি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিপু মুনশি এসব কথা বলেন।
তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সত্য যতই কঠিন হোক তা মেনে নিতে হবে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় দেশে তেলের মূল্যবৃদ্ধি মেনে নিন। তবে খুচরা ও পাইকারি পর্যায়ের অনেক ব্যবসায়ী এই পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। তারা ইতিমধ্যে চিহ্নিত। যখন যেখানে প্রয়োজন সেখানে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং হবে। প্রয়োজনে র্যাবের সহযোগিতা নেয়া হবে।’
তিনি বলেন, ‘তেলের উচ্চমূল্যে দরিদ্র মানুষ যাতে চাপে না পড়েন সেজন্য সরকার টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি দরিদ্র পরিবারকে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেলসহ অন্যান্য পণ্য সরবরাহ করা হবে। আগামী জুন মাসেই টিসিবি এসব পণ্য সরবরাহ করবে।’
পাঠকের মতামত
What a shameful statement. No remorse!
Country and the people feel so sorry for you! Aha! What a betrayal!
আপনাকে মানুষের বিশ্বাস করাও ভুল, কারণ আপনি নিজেও ব্যবসায়ী !
ব্যবসায়ীদের বিশ্বাস করা তার ভুল হয়েছে। ব্যবসায়ীরা কথা রাখেননি।---মাননীয় মন্ত্রী মহদয় এটা একটি সার্বভৌম দেশ যা একটি আইনের মাধ্যমে চলে,এখানে বিশ্বাস-অবিশ্বাস নীতিকথা ইত্যাদির কোন জায়গা নেই এবং এটা বলে কোটি কোটি মানুকে বুঝ দেওয়ারও কোন সুযোগ নেই (অবশ্য এগুলো বোঝার সাধারন জ্ঞান থা.. চাই)।
Then what actions are you taking against the businessmen?
মন্ত্রীর কথায় মন্তব্য করতেও আমার লজ্জা এবং ঘৃণা হচ্ছে।
মন্ত্রী শুধু চেয়ারে বসে ও টিভির পদ্মায় এব এসি রোমের বসে মিডিয়া কর্মীদের সাথে কথা বলে মনে করেন উনার দায়িত্ব শেষ এর বাহিরে উনার কোন দায়িত্ব নেই এটাই বুঝাইতে চাইছেন মন্ত্রী, হা হা হা হা হা । জদেশ জাতি ও মহান ব রাববুল আলামিন আল্লাহ্র আপনাদের ক্ষমা করবেন না। ইন শা আল্লাহ্।
আপনি নিজেওতো ব্যবসায়ী!
মন্ত্রীর ভুল সাধারণ মানুষের ভুল না। রেলমন্ত্রী ও বানিজ্য মন্ত্রীর পদত্যাগ করা ভদ্রতার খাতিরে উচিত। না হয় বহিষ্কার।
If you are honest & have courage please resign from Ministry, then we will trust your words.
Minister of rail, minister of commerce has confessed their mistake and weakness, so what's for they're in power ?? Why not prime minister send them south of country by boat ??