অর্থ-বাণিজ্য
যুক্তরাষ্ট্র সরকারের কাছে জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি বিজিএমইএ’র
অর্থনৈতিক রিপোর্টার
(৬ মাস আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৯:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন
তৈরি পোশাক কারখানায় কাজের পরিবেশ ও শ্রমিকের স্বার্থ সুরক্ষা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে ২০১৩ সালে বাংলাদেশি পণ্যের উপর জিএসপি (পণ্যের অবাধ বাজার) সুবিধা স্থগিত করে মার্কিন যুক্তরাষ্ট্র। এক দশক পার হয়ে গেলেও এখনো এ স্থাগিতাদেশ বহাল রয়েছে। দেশীয় পণ্য রপ্তানির সুবিধার্থে এ সুবিধা পুর্নবহাল করার দাবি জানিয়েছে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি এস এম মান্নান (কচি) মার্কিন প্রশাসনের কাছে এ সুবিধা পুনর্বহালের দাবি জানিয়ে তৈরি পোশাকের জন্য ন্যায্য ন্যূনতম মূল্য প্রদান এবং সামাজিক নিরীক্ষার জন্য একটি সমন্বিত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) নিশ্চিত করতে মার্কিন সরকারের সহযোগিতা চেয়েছেন।
সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) এর দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের সফররত প্রতিনিধ দল এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মধ্যে এক বৈঠকে এ দাবি করেন তিনি। সফররত প্রতিনিধি দলটি দ্বিপক্ষীয় বাণিজ্য এবং শ্রমিকদের অধিকার বিষয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে এ বৈঠকটি করেন।
বিজিএমইএ নেতারা জানান, উচ্চ-পর্যায়ের এই বৈঠকের লক্ষ্য ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য এবং শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং বাজার প্রবেশাধিকার সংক্রান্ত নীতিগুলোসহ গুরুত্বপূর্ণ বিষযগুলো নিয়ে আলোচনা করা হয়।
দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের সহকারী ইউএসটিআর, ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে ইউএসটিআর প্রতিনিধিদলে আরও ছিলেন দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের ইউএসটিআর পরিচালক এমিলি অ্যাশবি এবং শ্রমবিষয়ক ইউএসটিআর পরিচালক জেনিফার ওটকেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ইউনিটের প্রধান জোসেফ গিবলিন এবং লেবার অ্যাটা শেলীনা খানও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচনায় বিজিএমইএ’র পক্ষে নেতৃত্ব দেন সভাপতি এস এম মান্নান (কচি)। আলোচনায় আরও অংশ নেন বিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন এবং সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক আসিফ আশরাফ, পরিচালক শোভন ইসলাম, পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, পরিচালক মো. আশিকুর রহমান (তুহিন), পরিচালক শামস মাহমুদ, পরিচালক নুসরাত বারী আশা এবং বিজিএমইএ’র আইএলও ও শ্রমসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আনম সাইফুদ্দিন।
আলোচনাকালে বিজিএমইএ’র সভাপতি এস এম মান্নান (কচি) বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার এবং চলমান শ্রম আইন সংস্কারের বিষয়ে শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতিগুলো তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার ও কল্যাণ ইস্যুতে আরও অগ্রগতি অর্জনের জন্য বাংলাদেশ সরকার এবং শিল্পের প্রতিশ্রুতি এবং চলমান প্রচেষ্টাগুলোর বাস্তবায়ন করতে হবে। তিনি এক্ষেত্রে মার্কিন প্রশাসনের সহযোগিতা চান।
ইউএসটিআর এর প্রতিনিধি দল শ্রমখাতে কিছু ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশকালে মার্কিন সরকারের শ্রম কর্মপরিকল্পনা এবং বিএলএ-তে সংশোধনীসহ আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে সভাকে অবহিত করেন।
সভায় তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই করার জন্য আরও পারস্পরিক সহযোগিতা এবং এক সঙ্গে কাজ করার উপর গুরুত্বপ্রদান করা হয়।
তা জোভানসহ ৬ জনের বিরূদ্ধে মামলার আবেদন
মামুর বাড়ির আবদার