কলকাতা কথকতা
শিক্ষক দিবসে শিক্ষকদের দুর্দশা, ব্যাংকলোন নিতে গেলেও নিয়োগের সাল জানাতে হচ্ছে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৬ অপরাহ্ন

আজ শিক্ষক দিবস। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। নিয়োগ দুর্নীতি নিয়ে জর্জরিত শিক্ষক সমাজ শিক্ষক দিবসের দিনে এক প্রাথমিক শিক্ষক অশ্রুসজল কণ্ঠে বললেন, সেদিন ব্যাংকের লোন নিতে গিয়েছিলাম। ব্যাংক ম্যানেজার জানতে চাইলেন, নিয়োগ কত সালে?
দুহাজার চোদ্দর আগে হলে লোন পাবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় দুহাজার চোদ্দ সাল থেকে এমন দুর্নীতি হয়েছে যে প্রাথমিক শিক্ষকরা মর্যাদা হারিয়েছেন। যোগ্যতার নিরিখে নাকি টাকা দিয়ে পিছনের দরজা দিয়ে চাকরি- সেই প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে মানুষকে। বাঁকুড়ার ওন্দা স্কুলে তো গ্রামবাসী রীতিমতো ব্ল্যাক বোর্ডে ছবি একে শিক্ষকদের পরীক্ষা নিচ্ছেন। বাঁকুড়ার একটি স্কুলের হেড মাস্টার মুকেশ পাত্র এবং ইঁদুপুর মডেল স্কুলের হেডমাস্টার মনে করছেন, দুর্নীতির জোয়ারে শিক্ষকরা মর্যাদা হারিয়েছেন। শিক্ষক দিবসে রাজ্য সরকার যতই শিক্ষা রত্ন উপাধি বিলি করুন, রত্নর সেই উজ্জ্বল চেহারা আর নেই।