কলকাতা কথকতা
কলকাতায় মমতার পদযাত্রা আজ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৫ অপরাহ্ন

কলকাতা পুলিশের অনুমান অন্তত কয়েক লাখ লোক হবে মমতা বন্দোপাধ্যায়ের ধন্যবাদ যাত্রায়। কলকাতার দুর্গাপুজা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মুখ্যমন্ত্রী এই পদযাত্রার আয়োজন করেছেন। দুপুর তিনটায় জোড়াসাঁকো থেকে এই পদযাত্রা শুরু হয়ে শেষ হবে রানী রাসমণি অ্যাভিনিউতে। তারপর রেড রোডে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার পুজা কমিটিগুলো ছাড়াও গ্রাম বাংলার পুজা উদ্যোক্তারা অংশ নেবেন এই মহামিছিলে। ইতিমধ্যেই ধামসা মাদল, রণপা নিয়ে এসে গেছেন শিল্পীরা। শোভাযাত্রা করে আসবে আরও অনেক। পুলিশের অনুমান সেন্ট্রাল অ্যাভিনিউ, রেড রোড, রানী রাসমণি অ্যাভিনিউ বন্ধ থাকায় কলকাতা আজ অচল হবে। মহামিছিলে অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। একুশটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্কুল-কলেজ ছুটি আজ ১২টায়। অফিস একটায়। বহু স্কুলের হাফ ইয়ারলি পরীক্ষাও এদিন রদ করা হয়েছে। কার্যত মিনি বনধ এর চেহারা নেবে কলকাতা। কলকাতার পুজা উৎসবেরও বোধহয় সূচনা হয়ে যাবে এই দিন।