ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

লন্ডনে ছুরি হামলা, গুলি, ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্ক

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

(১৮ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

গত কয়েক দিন ধরে লন্ডনে সহিংসতা ও অপরাধের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। রাজধানীর বিভিন্ন প্রান্তে একের পর এক ছুরিকাঘাত, গুলি, সড়ক দুর্ঘটনা এবং একটি অগ্নিকাণ্ডের ঘটনা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। শনিবার (৫ জুলাই) ভোর ৫টা ৩৫ মিনিটে ভক্সহলের বন্ডওয়ে এলাকায় একটি বাসায় ছুরিকাঘাতে নিহত হন ড্যানিয়েল ম্যানুয়েল নামের এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে ৩৫ ও ৩৩ বছর বয়সী সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজনের নাম আবদুল করিম ফাওয়াজ। তিনি বন্ডওয়ের বাসিন্দা। মেট পুলিশ কর্মকর্তা ডিটেকটিভ ইনস্পেক্টর আয়তাচ নেচাতি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আমরা স্থানীয়দের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করতে চাই এবং নিয়মিত টহল চলছে।

রোববার(৬ জুলাই) রাত ৯টার দিকে চিংফোর্ড মাউন্ট রোডে  ২৬ বছর বয়সী এক যুবক ছুরিকাঘাতে নিহত হন।  পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। যদিও ওই যুবকের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে ওইদিনই বেলা ৩টার দিকে এরিথের দ্য নার্সারিতে ছুরি হামলায় ৪৭ ও ১৮ বছর বয়সী দুই নারী গুরুতর আহত হন। পরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় । তিনি দুটি গ্রেভিয়াস বডিলি হার্ম (GBH) মামলায় চার্জ পেয়ে আদালতে হাজির হন। একই ঘটনায় আরেক কিশোরীকেও গ্রেপ্তার করা হয়েছে, যাকে পরে জামিনে মুক্তি দেয়া হয়।

পরদিন দুপুর ১টা ৪ মিনিটে হিলিংডনের জোয়েল স্ট্রিটে তিন যুবক ছুরিকাঘাতে আহত হন। তাদের মধ্যে একজন, ১৯ বছর বয়সী  হাসপাতালে চিকিৎসার পর এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। বাকি দুইজনের একজনের বয়স ১৮ এবং অপরজনের ১৭, তাদের অবস্থাও স্থিতিশীল।

এদিন রাত ৯টার দিকে নিসডেনের ট্যানফিল্ড অ্যাভিনিউতে এক ৩০ বছর বয়সী ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার  হয়নি। সোমবার দুপুরে উইলসডেন গ্রিনের হাই রোডের একটি দোকানে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে মুখে ছুরি মেরে আহত করা হয়। পুলিশ জানায়, এক ব্যক্তি ছুরি নিয়ে দোকানের কর্মচারীদের হুমকি দেন। ভিকটিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার, ৩০ জুন রাতে বেকটনের এ১৩ রোডে এক গাড়ি গাছ ও বোলার্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ২৪ বছর বয়সী চালক গুরুতর আহত হন এবং পরে ৫ জুলাই হাসপাতালে তিনি মারা যান। পুলিশ একজন ২৭ বছর বয়সী ব্যক্তিকে বেপোরোয়াভাবে গাড়ি চালানোর  অভিযোগে গ্রেপ্তার করে।

সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে ব্রিকস্টনের ইলেকট্রিক অ্যাভিনিউতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি দমকল ইঞ্জিন ও ৭০ জনের বেশি ফায়ার ফাইটার কাজ করেন। এই ঘটনায় একজন ৪০ বছর বয়সী পুরুষকে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য অনুযায়ী হ্রাস পাচ্ছে সহিংসতা, তবে ছুরি সংক্রান্ত অপরাধ বেড়েছে।

মে ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত লন্ডনে সহিংস অপরাধ ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ২,৫৭,০০০টিতে। তবে সরকারি তথ্য বলছে, ছুরি বা ধারালো অস্ত্র ব্যবহার করে হওয়া অপরাধ সামান্য বেড়েছে – ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়া বছরের তুলনায় প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লন্ডনের ভায়োলেন্স রিডাকশন ইউনিট কিছু ইতিবাচক ফলাফল যেমন যুব অপরাধ হ্রাস এবং খুনের হার কমাতে সহায়ক ভূমিকা রেখেছে।       

মেট্রোপলিটন পুলিশের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, টাওয়ার হ্যামলেটস  ছিল জুন মাসে পূর্ব লন্ডনের সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হওয়া বরো। চলতি বছরে প্রথমবারের মতো  টাওয়ার হ্যামলেটস পূর্ব লন্ডনে অপরাধের তালিকায় শীর্ষে উঠে আসে, যেখানে মে মাসের তুলনায় ৭.৬ শতাংশ বেশি অপরাধ রিপোর্ট করা হয়েছে।

এখানে মোট ৩,৩৪৩টি অপরাধ জুন মাসে রেকর্ড হয়েছে — যা ২০২৫ সালের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে শুধু চুরি সংক্রান্ত অভিযোগই ছিল ১,০০০টি, যা বরোটির মোট অপরাধের ২৯.৯ শতাংশ। চুরির পর সবচেয়ে বেশি রিপোর্ট এসেছে ব্যক্তির প্রতি সহিংসতায়- ৮৯৬টি রিপোর্ট। মাদক সংক্রান্ত অপরাধ (Drug Offences)  ৩৯৬টি, পাবলিক অর্ডার লঙ্ঘন ২৪৫টি। উল্লেখযোগ্যভাবে, চুরি, মাদক এবং পাবলিক অর্ডার সংক্রান্ত অপরাধ বেড়েছে মে মাসের তুলনায়, তবে সহিংসতার হার ১.৯ শতাংশ কমেছে।

পূর্ব লন্ডনের অন্যান্য বরোতে অপরাধ প্রবণতা:

নিউহ্যাম: টাওয়ার হ্যামলেটসের পরে দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ সংঘটিত হয়েছে নিউহ্যামে। যেখানে জুনে ৩,২৯৯টি অপরাধ রিপোর্ট হয়েছে — মে মাসের তুলনায় ৪.৯ শতাংশ কম।

সবচেয়ে বেশি রিপোর্ট ছিল:

চুরি – ১,১৫৭টি, ব্যক্তির প্রতি, সহিংসতা – ৯২৮টি (পূর্ব লন্ডনে সহিংসতার দিক থেকে নিউহ্যাম শীর্ষে), যানবাহন সংক্রান্ত অপরাধ – ২৬২টি

তৃতীয় স্থানে ছিল  রেডব্রিজ। যেখানে জুনে ২,০৫০টি অপরাধ হয়েছে – মে থেকে ২.৭৫ শতাংশ কম।

প্রধান অপরাধগুলো:

সহিংসতা – ৭৩৯টি (বৃদ্ধি পেয়েছে), চুরি – ৪৬৫টি (কমেছে), যানবাহন অপরাধ – ২৪৩টি (কমেছে)।

চতুর্থ স্থানে  ওয়াল্টহ্যাম ফরেস্ট – জুনে ১,৯৯৬টি অপরাধ, যা মে মাসের ৭.৩ শতাংশ কম। তবে সহিংসতা এখানে বেড়েছে ১০.৬ শতাংশ: সহিংসতা – ৫৭২টি, চুরি – ৫২৯টি, যানবাহন অপরাধ – ২৩৩টি, মাদক – ১৫৫টি।

সবচেয়ে নিরাপদ বরো হিসেবে পরিচিত বার্কিং ও ডাগেনহাম। এখানে  জুনে ১,৭৬৩টি অপরাধ হয়েছে – মে থেকে ২.৫ শতাংশ বেশি।

বেশিরভাগই ছিল সহিংসতা, চুরি।  এছাড়া বাড়তি অপরাধ দেখা গেছে যৌন নির্যাতন, যানবাহন চুরি ও চুরির ঘটনায়।

পুরো পূর্ব লন্ডন এলাকায় মে মাসের তুলনায় সামান্য হ্রাস পেয়েছে অপরাধের সংখ্যা— ১৪,২৪৫ থেকে কমে জুনে হয়েছে ১৪,২১১।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status