ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

ঢাকা বোর্ড চেয়ারম্যান

এবার কাউকে বাড়তি নম্বর দেয়া হয়নি, এটিই প্রকৃত ফল

অনলাইন ডেস্ক

(১৯ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কাউকে বাড়তি নম্বর দেয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, যে ফলাফল আমরা প্রকাশ করলাম, এটি প্রকৃত ফল। এবার কোনো ধরনের বাড়তি নম্বর বা গ্রেস মার্কস কাউকে দেয়া হয়নি। মেধার প্রকৃত মূল্যায়নের শতভাগ প্রচেষ্টা করা হয়েছে। পরীক্ষকদেরও সেভাবে নির্দেশনা দেয়া হয়েছিল। ফলে এটিই প্রকৃত ও সত্য ফলাফল। এ নিয়ে সন্দেহ-সংশয় ও ক্ষোভের সুযোগ নেই। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা বোর্ডের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ফলাফল তুলে ধরে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক এহসানুল কবির বলেন, বিগত সময়ে কী হয়েছে, কীভাবে ফল তৈরি করা হয়েছে; তা আমরা বলবো না। এখন যে ফল আমরা দিয়েছি সেটিই প্রকৃত। উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের পর যা এসেছে, সেটি উপস্থাপন করা হয়েছে। এতে আমাদের কোনো হাত নেই। তিনি বলেন, এবার আমাদের ওপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না। আমাদের বলা হয়েছে যে রেজাল্ট হবে, সেটিই দিতে হবে। আমরাও পরীক্ষকদের এ অনুরোধ জানিয়েছি। তাদের যথার্থভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে।

বিশেষ কোনো নির্দেশনা ছিল না জানিয়ে খন্দোকার এহসানুল কবির বলেন, শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে, সে অনুসারে নম্বর পেয়েছে। শিক্ষার্থীদের খাতার প্রাপ্ত নম্বরই যথাযথভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করেছি। কোনো নির্দিষ্ট নম্বর পাওয়ার পর বিশেষ নম্বর দিয়ে ভালো গ্রেড করে দেয়া হয়নি। ফলাফল তৈরিতে কোনো উদারনীতিও অবলম্বন করা হয়নি।

 

পাঠকের মতামত

ছাত্রছাত্রীরা পরিশ্রম করে দিন রাত পড়াশুনা করেছে। বাবা-মা রা রাত জেগে সন্তানের পাশে বসে সঙ্গ দিয়েছে, পরীক্ষার সময় তারা সেন্টারের বাইরে রোদ বৃষ্টিতে ভিজে সন্তানের জন্য অপেক্ষা করেছে।‌ কিন্তু ফল প্রকাশের সময় দেখা যেত সব কৃতিত্ব শেখ হাসিনার। শিক্ষার ফুল মন্ত্রী, হাফ মন্ত্রী, কোয়ার্টার মন্ত্রী , সচিব, বোর্ড চেয়ারম্যান সহ সব পঙ্গপালদের নিয়ে তিনি এক ফটো সেশন করতেন আর পরীক্ষার ফল তিনি গ্রহন করতেন।‌ এই ভন্ডামি বন্ধ হয়েছে দেখে প্রীত হলাম। ধন্যবাদ বর্তমান সরকারকে।‌

Andalib
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৪ অপরাহ্ন

নৈতিকতা ও জীবন মুখী শিক্ষা ছাড়া অন্য সব সময় নষ্টের গালগল্প।

আজাদ আবদুল্যাহ শহিদ
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫৩ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status