অনলাইন
জুলাই গণহত্যা
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
স্টাফ রিপোর্টার
(২২ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন । এরমধ্যে শুধুমাত্র সাবেক পুলিশ মহাপরিদর্শক গ্রেপ্তার রয়েছেন। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
যে ৫ অভিযোগে বিচার শুরু হলো
১. ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য
২. আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার থেকে গুলি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ
৩. জুলাই আন্দোলনের প্রতীক রংপুরের আবু সাঈদ হত্যা
৪. ৫ আগস্ট চাঁনখারপুলে ছাত্র হত্যা
৫. আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো
পাঠকের মতামত
আলহামদুলিল্লাহ, প্রসিকিউটরদের ধন্যবাদ খুনি হাসিনার বিচার কাজ শুরু করার জন্য। আমরা চাই খুনি হাসিনা এবং হাসিনার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি ।