বাংলারজমিন
মামলা না নেয়ার অভিযোগ
শিবগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, শুক্রবারচাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে আহতের ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও বৃহস্পতিবার পর্যন্ত থানায় মামলা রেকর্ড করেনি পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে সোনামসজিদ বালিয়াদিঘী এলাকায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ কর্মী মিজানুর রহমানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত যুবলীগ কর্মী মিজানুর রহমান শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘীর আমিনুল হকের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী। ঘটনার পরদিন শনিবার দুপুরে ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়। কিন্তু অভিযোগটি এখনো মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। বাদীর অভিযোগ, মামলা নিয়ে টালবাহানা করছে পুলিশ। অভিযোগ দেয়ার ৫ দিন অতিবাহিত হলেও মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে বিদ্যুৎ চলে গেলে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ঘোরাফিরা করছিলেন তিনি। এ সময় রয়েল, জেম, রুবেল, মূসা ও হারুনসহ ৫-৬ জন এসে তাকে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]