বাংলারজমিন
মামলা না নেয়ার অভিযোগ
শিবগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, শুক্রবারচাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে আহতের ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও বৃহস্পতিবার পর্যন্ত থানায় মামলা রেকর্ড করেনি পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে সোনামসজিদ বালিয়াদিঘী এলাকায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ কর্মী মিজানুর রহমানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত যুবলীগ কর্মী মিজানুর রহমান শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘীর আমিনুল হকের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী। ঘটনার পরদিন শনিবার দুপুরে ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়। কিন্তু অভিযোগটি এখনো মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। বাদীর অভিযোগ, মামলা নিয়ে টালবাহানা করছে পুলিশ। অভিযোগ দেয়ার ৫ দিন অতিবাহিত হলেও মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে বিদ্যুৎ চলে গেলে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ঘোরাফিরা করছিলেন তিনি। এ সময় রয়েল, জেম, রুবেল, মূসা ও হারুনসহ ৫-৬ জন এসে তাকে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোনামসজিদ স্থলবন্দরে চাঁদা দাবিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। এদিকে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, আমার সিনিয়র স্যারেরা অভিযোগটি তদন্ত করছে। এ কারণে মামলা রেকর্ড করতে বিলম্ব হচ্ছে। তদন্ত শেষে মামলা রেকর্ড করা হবে।