বাংলারজমিন
পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতিতে
স্টাফ রিপোর্টার পাবনা থেকে
১৯ আগস্ট ২০২২, শুক্রবার
পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। গত রাত থেকে তারা কর্মবিরতি পালন শুরু করেন। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তাদের আবাসিক হোস্টেলের চতুর্থ তলায় পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে করে তাদের গোসল, খাওয়া, টয়লেটসহ বিভিন্ন কাজে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। তাই আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতি পালন শুরু করেছেন। পানির সংকট সমাধান হওয়ার পরই কর্মবিরতি তুলে নেবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা। জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ওমর ফারুক মীর জানিয়েছেন, সারা দেশে বৈশ্বিক সমস্যা ও লোডশেডিংয়ের কারণে পরিমাণ মতো পানি সরবরাহ করতে সমস্যা হচ্ছে। তবে পানি সরবরাহ নিশ্চিতে কাজ শুরু হয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]