ঢাকা, ২৯ জুন ২০২৫, রবিবার, ১৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

(১৫ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৫, শনিবার, ১০:৪৩ পূর্বাহ্ন

mzamin

সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে আবু সাউদ মাসুদ (আমার দেশ) এবং আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন)সহ ‘মাসুদ-পন্টি পরিষদ’ পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।
১১টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন বিল্লাল হোসেন রবিন (মানবজমিন ও এনটিভি), যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন (চ্যানেল-২৪), কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল (মাছরাঙা টেলিভিশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন (আমাদের সময়)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আরিফ আলম দিপু (দৈনিক শীতলক্ষ্যা) মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন (নিউএজ), আব্দুস সালাম (এটিএন বাংলা ও এটিএন নিউজ) এবং প্রণব কৃষ্ণ রায় (সংবাদ) ।

শুক্রবার সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত  ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহা। সদস্য ছিলেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মাসুদুজ্জামান ও সিনিয়র আইনজীবী নবী হোসেন।

ভোটগণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা।

নির্বাচনে ১১ টি পদের বিপরীতে দুইজন স্বতন্ত্র প্রার্থী সহ দুই প্যানেলের ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে নির্বাচন পর্যবেক্ষন করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও র‌্যাব ১১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এ.এইচ.এম সাজ্জাদ হোসেন। এছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এবং এসবি, ডিএসবি সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status