বিশ্বজমিন
পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি সাক্ষাতে মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেছেন, আমাদের রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। সোমবার পুতিনের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন আরাঘচি। এমন এক সময় তিনি রাশিয়া সফরে যাচ্ছেন যখন ইরানের প্রধান তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আরাঘচি বলেছেন, জয়েন্ট কপ্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশনের গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়া। আমরা সবসময় উভয় দেশের মধ্যে পরামর্শ করি এবং সমন্বয় সাধন করি। আরাঘচি আরও বলেন, আমি আগামীকাল (সোমবার) রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে মস্কো যাচ্ছি। যেহেতু আমরা একে অপরের সঙ্গে কাজ করি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইল হামলা প্রতিরোধে আঞ্চলিক প্রচেষ্টার ইঙ্গিত দিয়েছেন আরাঘচি। শত্রুতা বন্ধে তুরস্কের সম্ভাব্য মধ্যস্থতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তার খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। এছাড়া আঞ্চলিক অন্যান্য কূটনীতিকদের সঙ্গেও জোরালো কথা হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেছেন, ইসরাইলের হামলা বন্ধে মধ্যস্থতার কথা জানিয়েছেন তুরস্কসহ বেশ কিছু দেশ। আরাঘচি বলেছেন, আমি বিশ্বাস করি আমেরিকার আধিপত্যবাদ ঠেকাতে আমরা আলোচনা ও বেশ কিছু পদক্ষেপের পথে যাচ্ছি।