বাংলারজমিন
চাঁদা না দেয়ায় রাস্তায় বাঁশের খুঁটি দিয়ে গাড়ি চলাচল বন্ধ, মামলা
চট্টগ্রাম (সীতাকুণ্ড) প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবারচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিল্প প্রতিষ্ঠানের ট্রাক পার্কিং এর রাস্তায় বাঁশের খুঁটি দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে একটি চাঁদাবাজ চক্র। এ ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে সীতাকুণ্ড থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ট্রাক পার্কিংয়ের জায়গার মালিক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য নুরুল আলম চৌধুরী। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সোনাইছড়ি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৬শ’ গজ পূর্বে একটি ফ্যাক্টরির পাশে পরিত্যক্ত জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণ করে প্রায় দেড়মাস আগে ট্রাক পার্কিং গড়ে তোলেন ইস্পাহানী সামিট এলায়ন্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ওই জায়গার মালিক মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সঙ্গে চুক্তিনামা করে এই পার্কিং চালু করেন। চুক্তিনামা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের গার্মেন্টসের রপ্তানিকৃত মালামাল পরিবহনকারী কাভার্ডভ্যানগুলো পার্কিং হিসেবে ব্যবহার করে যাচ্ছিল। মহাসড়কে কোনো যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি। জায়গার মালিক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য নুরুল আলম চৌধুরী মানবজমিনকে বলেন, ইস্পাহানী সামিট এলায়েন্স লিমিটড নামের একটি প্রতিষ্ঠান গার্মেন্টসের রপ্তানি পণ্য বহনকারী কাভার্ডভ্যানগুলো পাকিং এর জন্য উক্ত জাগায় ভাড়া নেয় আমার কাছ থেকে প্রায় দেড় মাস আগে। উক্ত জায়গায় কাভার্ডভ্যানগুলো পার্কিং করে আসছে। মহাসড়ক থেকে পার্কিংয়ে যাওয়ার সড়কটি সরকারি সিট মোতাবেক ৩০ ফুট। ওই সড়কের সরকারি অধিকাংশ জায়গায় দখল করে দোকানঘর নির্মাণ করেছে এলাকার একটি চক্রের সদস্যরা। তারা গত মঙ্গলবার রাতে সড়কের মধ্যে বাঁশ গেড়ে কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দেয়। ওই চক্রের সদস্যদেরকে তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় রাস্তার বাঁশের খুঁটি গেড়ে দেয় বলে জানান নুরুল আলম। বুধবার রাতে স্থানীয় লোকজন ওই বাঁশের খুঁটি সরিয়ে নিতে চাইলে তাদের ওপর হামলা করে। এ সময় ট্রাক পার্কিং এ নিয়োজিত কর্মচারীদেরকে জানে মেরে ফেলার হুমকি দেয় ওই চক্রের সদস্যরা। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কাভার্ডভ্যান পার্কিং নিয়ে স্থানীয় লোকদের মাঝে বিরোধ রয়েছে। পার্কিংয়ের মালিক পক্ষ থেকে ১৭জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অপর একটি পক্ষ কাভার্ডভ্যান পার্কিং না করার জন্য স্মারকলিপি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্যারকে। এ ব্যাপারে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনকে মোবাইলে ফোন দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।