ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

ইরানের আরাক ভারি-পানি পারমাণবিক চুল্লি টার্গেট করেছে ইসরাইল

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন

mzamin

ইসরাইলের নিরাপত্তা হুমকির মূল লক্ষ্য ছিল ইরানের আরাক ও খোন্দাব শহরের আশপাশের এলাকা এবং বিশেষভাবে আরাকের ভারি পানি (হেভি-ওয়াটার) পারমাণবিক চুল্লি। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এপি। ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় ইরান এই আরাক চুল্লির নকশা পরিবর্তনে সম্মত হয়। উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী উপাদান উৎপাদন রোধ করা। 

ভারি পানি মূলত পারমাণবিক চুল্লি ঠাণ্ডা করতে ব্যবহৃত হয়। তবে এর পার্শ্ব-উৎপাদান হিসেবে প্লুটোনিয়াম তৈরি হয়- যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে পারে। ইরান বহুবার দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ। বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এ বিষয়ে আগে ইরান সরকারকে আরাক পারমাণবিক চুল্লির (রিয়াক্টরটি) নকশা পরিবর্তনের জন্য সহায়তা করেছে বৃটেন। এর উদ্দেশ্য প্লুটোনিয়ামের উৎপাদন সীমিত রাখা। 

২০১৫ সালের চুক্তির আলোচনায় ইরান সম্মত হয় যে, তারা তাদের উৎপাদিত হেভি ওয়াটার পশ্চিমা দেশগুলোতে বিক্রি করবে। একবার যুক্তরাষ্ট্রই প্রায় ৩২ টন হেভি ওয়াটার কিনে নেয় ৮০ লাখ ডলারের বেশি মূল্যে। ইসরাইল ইতিমধ্যে ইরানের নানা পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে। এর মধ্যে আছে নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, তেহরানের আশপাশের সেন্ট্রিফিউজ ওয়ার্কশপ এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনাও। 

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ ইসরাইলকে আহ্বান জানিয়েছে, যেন তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না করে। সংস্থাটির পরিদর্শকরা সর্বশেষ ১৪ মে আরাক রিয়াক্টর পরিদর্শন করেছেন। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান/ সকল বিকল্প উন্মুক্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status