বিশ্বজমিন
ভাটান টানেলে কথিত বাংলাদেশিদের বহনকারী গাড়ি দুর্ঘটনায় আহত ৩০
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৮ অপরাহ্ন

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের ভাটান টানেলের ভিতরে ১৬০ জন সন্দেহভাজন কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী পুলিশের যৌথ গাড়িবহর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আছে ১৮ জন পুলিশ সদস্য ও ১২ জন কথিত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, ওইসব কথিত অভিবাসীপ্রত্যাশীকে বাংলাদেশে ফেরত পাঠানোর কার্যক্রম চলছি। তারই অংশ হিসেবে বুধবার সকালে অভিযান পরিচালনা করছিল মুম্বইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। গাড়িবহরে অংশ নেয় মুম্বই সিটি, থানে সিটি, নাভি মুম্বই এবং মীরা-ভায়ান্দার পুলিশের দল। অভিবাসীদের মধ্যে ২২ জন ছিলেন মীরা ভায়ান্দার, ৪০ জন মুম্বই সিটি, ৭৫ জন নাভি মুম্বই এবং ২৩ জনকে থানে সিটি থেকে আটক করা হয়।
সূত্র অনুযায়ী, সকালবেলা ভাটান টানেলের ভিতরে একটি ট্রেইলার উল্টে যায়। সকাল ৭টা ৩০ মিনিটে সেটি সরাতে একটি হাইড্রা ক্রেন মোতায়েন করা হয়। কনভয়ের একটি গাড়ি অসাবধানতাবশত সেই ক্রেনের সঙ্গে ধাক্কা খায়। এর পরপরই কনভয়ের ১৯টি পুলিশের ভ্যানের মধ্যে ৬টি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। আহতদের সবাইকে চিকিৎসার জন্য ভাশি’র এমজিএম হাসপাতালে নেয়া হয়। মুম্বই সিটির প্রটেকশন ব্রাঞ্চের বিজয় মানে গুরুতর আহত হন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। পুলিশ ভ্যানের পিছনের অংশে বসে থাকা কথিত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা হালকা আঘাত পান। রায়গড়ের পুলিশ সুপারিনটেনডেন্ট আঞ্চল দলাল বলেন, আহত পুলিশ সদস্য ও অভিবাসনপ্রত্যাশীদের ব্যতীত বাকিরা নির্ধারিত সময়েই পুনে রওনা দেয় এবং বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলি দ্রুত পরিষ্কার করা হয় এবং মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।