বিশ্বজমিন
ইরান যুদ্ধে ম্যাক্রনের আহ্বান
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসরাইলকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইরানে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কহীন স্থাপনায় হামলা বন্ধ করে। এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান-ইসরাইল সংঘাতের অবসানে একটি ‘কঠোর কূটনৈতিক সমাধান’ প্রস্তাব করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে মিলে একটি উদ্যোগ নিচ্ছে প্যারিস। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ম্যাক্রন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো’কে নির্দেশ দেন, ইউরোপীয় মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে কয়েক দিনের মধ্যে একটি প্রস্তাবনা তৈরি করতে, যার লক্ষ্য হবে সংঘাতের অবসানে একটি উচ্চমানের সমঝোতা চুক্তি। তবে এ উদ্যোগের বিস্তারিত প্রকৃতি প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে যে উত্তেজনা বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাক্রন । ইসরাইলি হামলা ক্রমাগত এমন সব স্থাপনায় আঘাত হানছে, যার ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইরান ও ইসরাইলে বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে।
ম্যাক্রন বলেন, এই সামরিক অভিযানগুলো অবিলম্বে বন্ধ করা অত্যন্ত জরুরি। কারণ এগুলো আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করছে। এছাড়াও প্রেসিডেন্ট ম্যাক্রন ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন- যাতে ইচ্ছুক ফরাসি নাগরিকরা ইসরাইল বা ইরান ত্যাগ করতে পারেন। তবে এই পদক্ষেপগুলোর বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাঠকের মতামত
মেক্রন সাহেব যুদ্ধ বন্ধ করার কথা বলেন নি , বলেছেন শুধু পারমাণবিক স্থাপনায় হামলা করতে অন্য জায়গায় নয় । কেন বাপু , ইরান তার শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য এই পারমাণবিক স্থাপনা বানিয়েছে ,ইরান আন্তর্জাতিক আইন মেনে এন পি টি তে চুক্তিবদ্ধ হয়েছে এবং জাতিসংঘের পরিদর্শকদের পরিদর্শন করার জন্য উম্মক্ত করে দিয়েছে এমনকি তারা পরিদর্শনও করে গিয়েছে । ইস্রায়িল তো এন পি টি তে চুক্তিবদ্ধ হয়নি । ইরানের দোষটি কোথায় ,শুধু মুসলিম দেশ বলেই শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমানবিক চুল্লি বানাতে পারবেনা ? এখন ইরানের প্রয়োজন খুবই জরুরি ভিত্তিতে পারমানবিক বোমা বানিয়ে ইস্রায়েল নামক সন্ত্রাসী দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া ।
সব কয়টাই ইসলাম এবং মুসলমানদের শত্রু।এখন দেখছে ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে তাই সমযোতার কথা ভাবছে।
Really you are very nice man. I pray God. You live long.