ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

মাথানত করবে না ইরান

হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন ট্রাম্প, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি

গ্রায়েম বেকার ও হেলেন সুলিভান, বিবিসি

(১ সপ্তাহ আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৮ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন। তবে দেশটিতে হামলা চালানো হবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এমনটাই জানিয়েছে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস। একজন শীর্ষ গোয়েন্দা সূত্র সিবিএস’কে জানায়, ট্রাম্প হামলার শুরু থেকে বিরত ছিলেন এই আশায় যে, হয়তো ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে রাজি হবে। ট্রাম্প বর্তমানে ইরানের ফরডোতে অবস্থিত একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার বিষয়ে চিন্তা করছেন। বুধবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের ‘শর্তহীন আত্মসমর্পণের’ দাবিকে প্রত্যাখ্যান করেন। ট্রাম্প এ দিন বলেন, আমার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এটা করতে পারি, আবার না-ও করতে পারি। এর মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন, ইরানে মার্কিন হস্তক্ষেপ এখনো অনিশ্চিত। বুধবার রেকর্ডকৃত এক ভাষণে ট্রাম্পকে খামেনি কড়া ভাষায় আক্রমণ করে বলেন, যেকোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অত্যন্ত ব্যয়বহুল হবে। তিনি আরও বলেন, ইরানি জাতি আত্মসমর্পণ করবে না। 

খামেনির এই প্রত্যাখ্যানকে অবজ্ঞা করে ট্রাম্প বলেন, গুড লাক (ভাগ্য ভালো থাক)। তবে তিনি তার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে কিছু প্রকাশ করেননি। তিনি বলেন, আমি কী করতে যাচ্ছি তা কেউ জানে না। শর্তহীন আত্মসমর্পণ মানেই হলো- আমি ধৈর্য হারিয়ে ফেলেছি। এই হামলার পরিকল্পনা প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।  

ওদিকে ইসরাইলের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও পারমাণবিক স্থাপনায় আরও হামলা চালিয়েছে। এর জবাবে ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে। তবে ইসরাইলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটি ছিল ইসরাইলের শুক্রবারের হামলার পর খামেনির প্রথম প্রকাশ্য ভাষণ।

জাতিসংঘে ইরানের মিশন এক্সে ট্রাম্পকে বিদ্রুপ করে লিখেছে- ইরান কখনো জোর করে শান্তি চায় না, চাপে পড়ে কোনো সমঝোতা নয়, এবং একটি পরিত্যক্ত যুদ্ধবাজের সঙ্গে তো নয়ই। আরও লেখা হয়- কোনো ইরানি কর্মকর্তা হোয়াইট হাউসের দরজায় গিয়েও কখনো মাথা নত করেনি। তার মিথ্যাগুলোর চেয়ে বেশি ঘৃণ্য হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে ‘ধ্বংস’ করার ভয়ঙ্কর কাপুরুষোচিত হুমকি।

তেহরান ছাড়ছে মানুষ, যুক্তরাষ্ট্র প্রস্তুত 
প্রচণ্ড বাকযুদ্ধের মধ্যে, ১ কোটি মানুষের শহর তেহরান থেকে এখনও পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। ইসরাইলি হামলা থেকে বাঁচতে রাজধানী ছাড়ছে গাড়ির দীর্ঘ সারি। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক ভিডিও বার্তায় বলেন, আমরা তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করছি। আয়াতুল্লাহদের শাসন ব্যবস্থার ওপর আমরা প্রবলভাবে আঘাত করছি। পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সদরদফতর ও প্রতীকী ভবনগুলোতে আঘাত হানছি। ওদিকে, ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিন সিনেট কমিটিকে জানান, ট্রাম্প যেকোনো সময় যে আদেশ দেবেন, তা বাস্তবায়নের জন্য পেন্টাগন প্রস্তুত।

বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি বাড়ছে। ইউএসএস নিমিটজ বিমানবাহী যুদ্ধজাহাজের নেতৃত্বাধীন একটি স্ট্রাইক গ্রুপ দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে গালফ অঞ্চলে যাচ্ছে, যেখানে ইতিমধ্যেই ইউএসএস কার্ল ভিনসন নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ রয়েছে। ফ্লাইট ট্র্যাকার অনুযায়ী, ইউরোপ থেকে জ্বালানি ট্যাঙ্কারসহ বিভিন্ন বিমানও সেখানে যাচ্ছে। পাশাপাশি এফ-২২ ও এফ-৩৫ স্ট্রাইক বিমান মোতায়েনের খবরও রয়েছে। 

সিবিএস জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বৃটেনের ডিয়েগো গার্সিয়া বা সাইপ্রাসে অবস্থিত সামরিক ঘাঁটি ব্যবহার করার জন্য আনুষ্ঠানিক কোনো অনুরোধ করেনি। বৃটিশ এক সূত্র জানায়, ওয়াশিংটনে সব ধরনের বিকল্পই বিবেচনায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্র কী করতে যাচ্ছে তার স্পষ্ট ধারণা এখনো পাওয়া যায়নি।

মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা
বুধবার জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরাইলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে। তবে কতজন যুক্তরাষ্ট্রে ফিরতে চায় বা সেনাবাহিনী এই কাজে সহায়তা করবে কি না, তা স্পষ্ট নয়। হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস (ওয়াশিংটন ডিসি ভিত্তিক) জানায়, শুক্রবার থেকে ইসরাইলি হামলায় ইরানে ৫৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৩৯ জন বেসামরিক এবং ১২৬ জন নিরাপত্তাকর্মী। ইরানের পাল্টা হামলায় প্রায় ৪০০টি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ছোড়া হয়েছে। তাতে ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানায়। 

ওদিকে, ইরানি রাষ্ট্রীয় টিভি তাদের স্যাটেলাইট সম্প্রচারে হ্যাকারদের প্রচারিত একটি ভিডিওকে ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে বর্ণনা করেছে। ভিডিওটিতে ২০২২ সালের সরকারবিরোধী গণপ্রতিবাদের ফুটেজ দেখিয়ে জনগণকে নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে নেওয়ার আহ্বান জানানো হয়। টিভি চ্যানেলটি জানায়, যদি কোনো অপ্রাসঙ্গিক বার্তা দেখতে পান, তাহলে ধরে নিন শত্রু স্যাটেলাইট সিগনালে হস্তক্ষেপ করছে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান/ সকল বিকল্প উন্মুক্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status