বিশ্বজমিন
গুজরাটে বিমান দুর্ঘটনা
মাত্র ৬২৫ ফুট উপরে উঠেই বিধ্বস্ত হয় বিমান
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

অহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে বিপদ সংকেত পাঠিয়েছিল (মে ডে কল)। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, পাইলটের কাছ থেকে বিপদ সংকেত পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে। কিন্তু আর যোগাযোগ করা যায়নি। তার পরই বিমান ভেঙে পড়ার খবর জানা যায়।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে এআই-১৭১ বিমানটি। বিমানটি রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি-র সঙ্গে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। সেটি দ্রুতগতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করে। তারপরই সেটি মেঘানিনগরের কাছে বসতি এলাকায় ভেঙে পড়ে।
দেশের বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি রানওয়ে ছাড়ার পর পরই এটিসিকে ‘মে ডে কল’ করেন পাইলট। কিন্তু বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আর জবাব পাওয়া যায়নি। ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, যে বিমানটি ভেঙে পড়ছে সেটি ভিটি-এএনবি। বিমানটি এ দিনই দিল্লি থেকে অহমেদাবাদে আসে। তার পর সেটি লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। এর মধ্যে ১১ শিশুসহ ১৬৯ জন ভারতীয় ও ৫৩ জন বৃটিশ নাগরিক।
সূত্র: আনন্দবাজার।
পাঠকের মতামত
এই দূর্ঘটনার নাম দিলাম 'দূর্ঘটনা সিঁদুর'