বাংলারজমিন
শায়েস্তাগঞ্জ রেল জংশনে যাত্রী বেশি টিকিট সীমিত
শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ থেকে
১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার
সিলেট-আখাউড়া সেকশনের শায়েস্তাগঞ্জ রেল জংশন দিয়ে হবিগঞ্জবাসী দেশের বিভিন্ন স্থানে ট্রেনযোগে যাতায়াত করেন। লোকাল ট্রেন থেকে শুরু করে আন্তঃনগর ট্রেনগুলোতে আসন সংখ্যা সীমিত হওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন। এরইমধ্যে যাত্রীর সংখ্যা বহুগুনে বেড়েছে। সেই তুলনায় বাড়ছে না টিকিটের সংখ্যা কিংবা যাত্রী সেবার মান। ফলে যাত্রীদের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শায়েস্তাগঞ্জ রেল জংশন সূত্রে জানা যায়, সপ্তাহিক ছুটি ছাড়া দৈনিক ৪টি আন্তঃনগর ও ১টি লোকাল ট্রেন ঢাকা অভিমুখে এবং ২টি আন্তঃনগর, ১টি লোকাল ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ ছেড়ে যায়। চট্টগ্রামগামী যাত্রীদের দীর্ঘদিনের দাবি কমপক্ষে আরও ২টি আন্তঃনগর ট্রেন এ লাইনে চালু করার জন্য। প্রতিটি আন্তঃনগর ট্রেনে নির্ধারিত আসনের চেয়ে ৩ গুন বেশি যাত্রী এ স্টেশন থেকে বাধ্য হয়েই আসনবিহীন টিকিট নিয়ে ভ্রমণ করছেন। শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার জানান, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ৪৩টি, জয়ন্তিকা ৬৫টি, পারাবত ৩৫টি, উপবনের ৫০টি টিকিট বরাদ্দ আছে। যা যাত্রীর তুলনায় অপ্রতুল। চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে ৬৬টি ও উদয়ন ট্রেনে ৫৫টি টিকিট বরাদ্দ।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]