কলকাতা কথকতা
অনুব্রতর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৫ আগস্ট ২০২২, সোমবার, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৮ অপরাহ্ন

মঙ্গলবার খেলা হবে দিবসের দিন থেকেই বিজেপির বিরুদ্ধে অভিযান শুরু হবে। বেহালার এক স্বাধীনতা উৎসবে এসে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, অনেক সহ্য করেছি, আর নয়। এবার পথে নেমে প্রতিরোধ। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের পাশে সেভাবে থাকেননি। বলেছেন, দুর্নীতি করলে সে প্রাপ্য সাজা পাবেই। কিন্তু বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে প্রমাণ ছাড়াই সিবিআই কিভাবে গ্রেপ্তার করলো তাতে বিস্ময় প্রকাশ করেন মমতা। তিনি বলেন, তৃণমূলকে দুর্বল করার জন্য এরপর ববি, অভিষেক, মালা, অরূপকে গ্রেপ্তারের পরিকল্পনা করা হয়েছে। তৃণমূল এত দুর্বল নয় যে সব অন্যায় মেনে নেবে। শুভেন্দু অধিকারী ঘুরে বেড়ান নির্বিবাদে। তার হাজার অন্যায় কেন্দ্রীয় এজেন্সি দেখতে পায় না। বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা মেনে নেয়া হবে না।