দেশ বিদেশ
ভিসি নিয়োগে সার্চ কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
২০ মে ২০২৫, মঙ্গলবারপাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে সরকার। রোববার শিক্ষা মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। এ কমিটি প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে।
প্রেসিডেন্টের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও চ্যান্সেলর কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) স্ব স্ব আইনের আলোকে ভিসি নিয়োগ দেয়া হবে। এজন্য প্রাপ্ত আবেদনপত্রসমূহের মধ্য থেকে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হলো। কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। আর সদস্য হিসেবে রয়েছেন- ইউজিসি’র সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান ও অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাবি ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম। সার্চ কমিটি প্রয়োজনে, বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটির কার্যপরিধিতে বলা হয়, ভিসি নিয়োগের নিমিত্তে যোগ্য ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা, জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা এবং বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্য থেকে একজনকে মনোনয়নের নিমিত্তে প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের অনুমোদন গ্রহণে সরকারের কাছে সুপারিশ পাঠানো। উক্ত কমিটি ভিসির অনুরূপ প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে। এ প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।