ঢাকা, ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

উপদেষ্টাদের সঙ্গে বৈঠক আজ

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি স্থগিত

স্টাফ রিপোর্টার
২০ মে ২০২৫, মঙ্গলবার

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিলুপ্ত করার অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও উপদেষ্টা পরিষদের প্রতিনিধিদের আলোচনার সিদ্ধান্তে এই আন্দোলন স্থগিত করেছে তারা। আজ বিকাল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এই আলোচনা হওয়ার কথা রয়েছে, যেখানে আয়কর ও শুল্কের কিছু কর্মী অংশগ্রহণ করবেন। গতকাল আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এসে কলমবিরতি কর্মসূচি সাময়িক প্রত্যাহারের কথা জানান শুল্ক ক্যাডারের উপ-কমিশনার ইমাম গাজ্জালি। তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় এই আলোচনা হওয়ার কথা। অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছি। এ আলোচনার আহ্বানের পরিপ্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচিতে মঙ্গলবার সাময়িক বিরতি থাকবে। আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান এই কর্মকর্তা। 
এদিকে আন্দোলনকারীদের সঙ্গে অর্থ উপদেষ্টার আলোচনার বিষয়টি সামনে আসে গত রোববার। তবে আনুষ্ঠানিকভাবে তখন পর্যন্ত আলোচনার ডাক না পাওয়ায় সোমবারও কলমবিরতির সিদ্ধান্ত নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর আগে প্রথম দফায় বুধবার, বৃহস্পতিবার ও শনিবার কলমবিরতি পালন করেন তারা। একই কর্মসূচি ছিল পরদিনও। তারপর তৃতীয় দফায় সোমবারের কর্মসূচি বাড়ানো হয়। দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এনবিআরের সব দপ্তরে কলমবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রমের আওতামুক্ত ছিল।
ওদিকে এনবিআরকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা করতে গত ১৭ই এপ্রিল খসড়া অধ্যাদেশে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তবে অধ্যাদেশের খসড়া অনলাইনে আসার পরেই তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তারা। কিন্তু এরমধ্যে গত ১২ই মে রাতে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই অধ্যাদেশ বাতিলের দাবিতে কলমবিরতি কর্মসূচি পালন করে আসছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের তিন দফা হলো-জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনা করে প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত করতে হবে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status