ঢাকা, ১৯ মে ২০২৫, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

চাকরিচ্যুত সেনা সদস্যদের ৪ দাবি, বক্তব্য শুনলো সেনাসদর

স্টাফ রিপোর্টার
১৯ মে ২০২৫, সোমবার

চার দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সাবেক কিছু সদস্য। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। দুপুরে তাদের কথা শুনতে সেনা সদরদপ্তর থেকে ঘটনাস্থলে যান ভেটেরান ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানসহ একটি প্রতিনিধিদল। পরে আন্দোলনরত সাবেক সেনা সদস্যদের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে দুই দফা বৈঠকে বসেন এই সেনা কর্মকর্তারা। তারা আন্দোলনকারীদের বক্তব্য শোনেন।  পরে আন্দোলনকারীরা তাদের দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দাবি করে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। 

গতকাল সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন চাকরিচ্যুত সেনা সদস্যরা। প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে তারা ঢাকা সেনানিবাসে যাওয়ার উদ্দেশ্যে জাহাঙ্গীর গেট অভিমুখী লংমার্চের প্রস্তুতি শুরু করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। প্রস্তুত রাখা হয়, সাজোয়া যান, জলকামান, এপিসি গাড়িসহ অতিরিক্ত পুলিশ। এরপরই ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। সেনা ও পুলিশি পাহারায় জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে পুলিশের পক্ষ থেকে তাদের বলা হয়- সেনা সদর দপ্তর থেকে একটি প্রতিনিধিদল আপনাদের সঙ্গে কথা বলতে এখানে আসছেন। আপনারা উত্তেজিত হবেন না। এ কথা শুনে কিছুটা নিবৃত্ত হয় আন্দোলনকারীরা। পরে দুপুর ২টায় ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় প্রেস ক্লাবে আসেন। এরপর প্রেস ক্লাবের অভ্যন্তরে আন্দোলনকারীদের ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে তারা প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক করেন। বিকাল ৪টার পর বৈঠক শেষে আন্দোলনকারীদের দাবি আলোচনা করে বিবেচনায় নেয়ার আশ্বাস দেয়া হয়। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান বলেন, আমরা তাদের দাবি-দাওয়াগুলো শুনেছি। আমরা সকল দাবি-দাওয়া নোট করেছি। এগুলো নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, তাদেরকে বলেছি, সবাইকে আলাদা আলাদা করে আবেদন করতে। আবেদনের ঠিকানা আমরা দিয়ে গেছি। ইন্ডিভিজুয়াল কেসের মেরিট অনুযায়ী আমরা বসবো আলাপ-আলোচনা করে আপনাদের যত দ্রুত সম্ভব যতখানি দেয়া সম্ভব আমরা এড্রেস করবো। তিনি বলেন, সেনাবাহিনীর যে আইনশৃঙ্খলা এটা অবশ্যই মেইনটেইন করতে হবে। আমরা মানবিকভাবে যতটুকু সাহায্য করার করবো। ‘তারা কি আপনাদের কথা মেনেছেন’- এমন প্রশ্নের জবাবে এই সেনাকর্মকর্তা বলেন, হ্যাঁ তারা মেনেছেন। তারা অপেক্ষা করবেন। আমাদের কার্যক্রম আস্তে আস্তে চলবে। তাদের একজনকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওটা একটা আইনগত বিষয়। মামলার বিষয় এবং তাকে আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় আমরা করবো। ৮০০ মতো এপ্লিকেশন পড়েছে, যার মধ্যে একশ’র বেশি আমরা এড্রেস করেছি। 

দ্বিতীয় দফায় সন্ধ্যা ৬টার দিকে আবারো চাকরিচ্যুতদের  সঙ্গে বৈঠকে বসেন ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানসহ অন্যান্য সেনা কর্মকর্তারা। বৈঠক শেষে তারা জাতীয় প্রেস ক্লাব ত্যাগ করেন। পরে আন্দোলনরতরা কিছু সময় অবস্থান করে সেনা সদরের প্রতিশ্রুতি লিখিত আকারের দেয়ার দাবি করে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। 
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status