ঢাকা, ১৯ মে ২০২৫, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ-থানা ঘেরাও

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
১৯ মে ২০২৫, সোমবার
mzamin

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও শাহবাগ। বিচার দাবিতে শাহবাগ অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার্থী, বিএনপিপন্থি শিক্ষকরা আন্দোলন করেন ক্যাম্পাসে। সেই সঙ্গে ঘেরাও করা হয় শাহবাগ থানা। এদিকে আন্দোলনে উপস্থিত হয়ে সংহতি জানান ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। 

গতকাল সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ করে ছাত্রদল। বিকাল সাড়ে তিনটা থেকে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা বাধ্য হয়েছি আমাদের কর্মসূচি শাহবাগে স্থানান্তর করার জন্য। ৫ দিন অতিবাহিত হওয়ার পরও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সরকারের কারও কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাইনি। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাদের দায় শিকার করেনি। আর নিরাপত্তার গাফিলতি রয়েছে, তা স্বীকার করছে না। তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারেনি। তারা সাম্যের হত্যার বিচার করবে কিনা। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মসূচির সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পূর্ণ সমর্থন জানাচ্ছি।

সমাবেশে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সাম্যকে পারভেজের মতো একই কায়দায় ছুরিকাঘাতে হত্যা করেছে। এখনো পর্যন্ত পারভেজের হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা আজকের এ অবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের আর কোনো কর্মীর ওপর এরকম হামলা করা হলে আমরা আর বসে থাকবো না।

এ সময় তারা সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ তাদের অন্য দাবিগুলো মেনে না নেয়া হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে বেলা ১টার দিকে কালো পতাকা মিছিল করে, ছাত্রদল। এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরলো কেন, শাহবাগ থানা জবাব চাই’সহ নানা স্লোগান দেয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যেই সাম্য হাসিনাকে ‘খুনি হাসিনা’ বলে সামনে থেকে নেতৃত্ব দিতো, সেই সাম্য আজ আমাদের মাঝে নেই। যেই প্রশাসন রক্তের ওপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রশাসনের আন্ডারে এখন পর্যন্ত ক্যাম্পাসে দুটি খুন হয়েছে। এ ছাড়াও আপনার সময়ে চারুকলায় ফ্যাসিস্টের মোটিভ পোড়ানো হয়েছে। ভিসি’র উদ্দেশ্যে তিনি বলেন, আপনি সাম্য হত্যার রাতে ছাত্রদলের ভাইদের সঙ্গে যেই বালখিল্য আচরণ করেছেন, তার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন এবং জরুরি ভিত্তিতে প্রক্টরের পদত্যাগ নিশ্চিত করবেন।

গতকাল, ঢাবি’র রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সমাবেশ করেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন। সমাবেশে ভিসি ড. নিয়াজ আহমেদ খান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। সোমবার বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। প্রশাসনের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে সাম্য হত্যার বিচার চেয়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে বিএনপিপন্থি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। এই সময়ের মধ্যে সাম্য হত্যার প্রকৃত খুনিকে বের করতে না পারলে কঠোর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে এই ঘোষণা দেয়া হয়।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্য মারা যায়নি, হত্যা করা হয়েছে। সাম্য হত্যার পাঁচদিন পূর্ণ হলো। এই পাঁচদিনে আমরা একটি আইওয়াশ অ্যারেস্ট দেখেছি যা আমরা মানতে বাধ্য না। সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীকে সেটি বের করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি এরমধ্যে যদি সাম্য হত্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করা না হয় তাহলে আমরা আরও জোরালো আন্দোলনে যাবো। 

তিনি বলেন, আমরা কোনো ব্যক্তি স্বার্থে কাজ করবো না। সাম্য হত্যার মো?টিভকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে একটি গ্রুপ। আগে সাম্য হত্যার বিচার হবে তারপর আমরা অন্য আলাপ করবো। বিগত ২ মাস আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হত্যা করা হয়েছে। সেই হত্যারও বিচার এখনো হয়  নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হত্যা হয়েছে বিচার হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, সাম্য হত্যার বিচার শুরু করেন।
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status