প্রথম পাতা
ইশরাকের শপথ দাবিতে নগর ভবন ব্লকেডের ঘোষণা
স্টাফ রিপোর্টার
১৯ মে ২০২৫, সোমবার
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করার দাবিতে চতুর্থদিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। গতকাল আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটক আটকে দিয়ে সামনের সড়কে অবস্থান নেন। ‘ঢাকাবাসী’ ব্যানারে সকাল থেকেই সেখানে অবস্থান নেন তারা। বিক্ষোভের অংশ হিসেবে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে নগর ভবনেও। এতে বন্ধ হয়ে যায় সিটি করপোরেশনের সকল কাজকর্ম। একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে নগর ভবন থেকে সচিবালয় ও প্রেস ক্লাব হয়ে পুনরায় নগর ভবনে জড়ো হয়। বিক্ষোভ শেষে সোমবার নগর ভবন ব্লকেডের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেন, ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর আগ পর্যন্ত তাদের এ বিক্ষোভ চলবে। নগর ভবন থেকে বিক্ষোভটি গড়াতে পারে ঢাকার অলিতে-গলিতেও। বিক্ষোভকারীদের পক্ষ থেকে সোমবারের কর্মসূচি ঘোষণা দিয়ে সাবেক সচিব মশিউর রহমান বলেন, আজকে যারা বিক্ষোভে ছিলেন, গণতন্ত্রের পক্ষে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ইশরাককে মেয়র করার আগ পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাবো। আগামীদিন সকাল ১১টায় নগর ভবনের সামনে বিক্ষোভ করবো। আমরা নগর ভবনের কার্যক্রম বন্ধ করার জন্য ব্লকেড কর্মসূচি দিলাম এবং সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এখানে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করবো।
এর আগে, ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন সহস্রাধিক ইশরাক সমর্থক। দুপুর ১২টা পর্যন্ত আন্দোলনকারীরা নগর ভবনের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে বঙ্গবাজার সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিন নগর ভবনে তালা ঝুলিয়ে দেয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় সিটি করপোরেশনের সেবা কার্যক্রম। ফলে সেবা গ্রহীতারা সেবা নিতে এসেও ফিরে যেতে হয়। পুরান ঢাকা থেকে বাবার মৃত্যু সনদ করতে এসে নগর ভবনের ভেতরে ঘুরছিলেন দেলোয়ার। কিন্তু ভবনে কাজ বন্ধ থাকায় করাতে পারেননি কাজ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার ওয়ার্ডের কর্মকর্তা মারা গেছেন। তাই নগর ভবনে আজ আসলাম। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, কবে কাজটা শেষ করতে পারবো বলা যাচ্ছে না।