বাংলারজমিন
সাবমেরিন ক্যাবলে ত্রুটি
৮ মাস ধরে বিদ্যুৎবিহীন চরাঞ্চলের দেড় হাজার পরিবার
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
১৭ মে ২০২৫, শনিবার
সাবমেরিন ক্যাবলে ত্রুটি দেখা দেয়ায় প্রায় ৮ মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ও চরনাসিরপুর ইউনিয়নের বাসিন্দারা। এতে চরম দুর্ভোগে দিন পার করছে ইউনিয়ন দু’টির প্রায় দেড় হাজার পরিবার। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। জানা গেছে, জনবসতি স্থাপনের ২ যুগেরও বেশি সময় পর ২০২০ সালে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া এবং চরনাসিরপুর ইউনিয়ন দু’টিতে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় বদলে যায় চরের ২০ হাজার বাসিন্দাদের জীবনযাত্রা। হঠাৎ সাবমেরিন ক্যাবলে ত্রুটি দেখা দেয়ায় গত ৮ মাস আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। অদ্যবধি মেরামত না হওয়ায় বিদ্যুৎহীন দুই চরের বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে বৈদ্যুতিক সরঞ্জাম। দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের দশম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, বাসায় বিদ্যুৎ নেই। অন্ধকারের মধ্যে লেখাপড়া করতে হচ্ছে। এই গরমে এত কষ্ট করে পড়ালেখা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমরা দ্রুত বিদ্যুৎ চাই। দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের আরেক বাসিন্দা রাজা মিয়া বলেন, ঘরে ঘরে ফ্রিজ ও টেলিভিশন নষ্ট হয়ে যাচ্ছে। ডিস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এলাকাবাসী অনেকটা হতাশ রয়েছে যে, এই বিদ্যুৎ আবার কবে আসবে। দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির সরদার বলেন, সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ করে বলছি, যত দ্রুত সম্ভব আমাদের এ ইউনিয়নে যেন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, পল্লী বিদ্যুতের জিএমকে বিষয়টি আমি চিঠির মাধ্যমে অবগত করেছি এবং ওভার ফোনে আমি নিয়মিত কমিনিউকেশন করছি। তারা জানিয়েছেন, খুব দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ নেবে।
পল্লী বিদ্যুৎ-২ ঢাকা অঞ্চলের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. শাখাওয়াত হোসেন মুঠোফোনে বলেন, বহুবার চেষ্টা করা হয়েছে, নদীর তলদেশের ক্যাবলের উপর এমনভাবে বালি পড়েছে যে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, বিকল্পভাবে বিদ্যুৎ দেয়া যায় কিনা এটা নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বড় একটা কমিটি কাজ করছে।