বিশ্বজমিন
এভারেস্টে ভারত ও ফিলিপাইনের পর্বতারোহীর মৃত্যু
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ৪:৩০ অপরাহ্ন

চলতি বছর আরোহনের মৌসুমে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহনের সময় ভারত ও ফিলিপাইনের পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মার্চ-মে মৌসুমে এটাই প্রথম মৃত্যুর সংবাদ। হাইকিং বিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) উচু চূড়ায় পৌঁছানোর পর ফেরার পথে হিলারি স্টেপের নিচে মারা যান ৪৫ বছর বয়সী ভারতীয় নাগিরক সুব্রত ঘোষ। নেপালের স্নোই হরিজন ট্রেকস এন্ড এক্সপেডিশন আয়োজক সংস্থার বধরাজ ভান্ডারি বলেন, সুব্রত হিলারি স্টেপের নিচ থেকে নামতে অস্বীকৃতি জানান। হিলারি স্টেপ ৮ হাজার মিটার উঁচু দক্ষিণ কোল ও চূড়ার মাঝামাঝি একটি এলাকা। যেখানে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত প্রাকৃতিক অক্সিজেন নেই। ভান্ডারি বলেন, তার মৃতদেহটি নামানোর চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। অন্যদিকে বুধবার দক্ষিণ কোলে ওঠার পথে মারা যান ফিলিপ দ্বিতীয় সান্তিয়াগো (৪৫) নামের ফিলিপাইনের এক নাগরিক। নিজ তাঁবুতে বিশ্রামের সময় মারা যান তিনি। মে মাসে শেষ হতে যাওয়া মৌসুমে নেপাল ৪৫৯ জনকে মাউন্ট এভারেস্টে আরোহনের অনুমতি দিয়েছে। এর মধ্যে এ সপ্তাহে প্রায় ১০০ জন পর্বতারোহী ও তাদের গাইড এভারেস্টে পৌঁছেছেন।